• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

Find us in facebook
সর্বশেষ:
বাংলাদেশের জাতীয় পতাকার অন্যতম নকশাকার বীর মুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাস, আজ ৭৮ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন। বন্যায় দুবাই এবং ওমানে বাংলাদেশীসহ ২১ জনের মৃত্যু। আন্তর্জাতিক বাজারে আবারও বাড়ল জ্বালানি তেল ও স্বর্ণের দাম। ইসরায়েলের হামলার পর প্রধান দুটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু। ইসরায়েল পাল্টা হামলা চালিয়েছে ইরানে।

প্রসবের পর টয়লেটে নবজাতক রেখে উধাও অবিবাহিত কিশোরী মা

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৬ মার্চ ২০২৩  

Find us in facebook

Find us in facebook

নীলফামারীর জলঢাকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রসবের পর টয়লেটে নবজাতক রেখে উধাও হয়েছেন অবিবাহিত এক কিশোরী মা। রোববার স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার মেজবাহুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।  

জানা গেছে, শনিবার দুপুরে জলঢাকার উপজেলার কৈমারী ইউপির কোটিপাড়া এলাকার এক কিশোরী পেটে ব্যথা নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে আসেন। পরে জরুরি বিভাগে কিছু না বলে টয়লেটে চলে যান মা। টয়লেটেই একটি ছেলে সন্তান জন্ম দেয় ওই কিশোরী মা। সেই কিশোরী অবিবাহিত হওয়ায় পরিবারের লোকজনের কাছে তার নবজাতকের বাবার পরিচয় কি দেবেন, এমন প্রশ্নের উত্তর খুঁজে না পেয়ে সন্তান প্রসবের পরপরই সটকে পড়েন তিনি। কিছুক্ষণ পর সেখানে বাচ্চার কান্নার শব্দ হলে লোকজনের জড়ো হতে থাকে। পরে হাসপাতালে সিনিয়র নার্স ও দায়িত্বরত চিকিৎসকরা শিশুটিকে উদ্ধার করেন।

মেজবাহুর রহমান জানান, শনিবার দুপুরে এক কিশোরী হাসপাতালের জরুরি বিভাগে আসেন। কিন্তু ওই সময় ভর্তি না হয়ে জরুরি বিভাগের টয়লেটে চলে যায়। সেখানে প্রসবের পর বাচ্চা রেখে পালিয়ে যায়। পরে সেখানে থাকা লোকজনের মাধ্যমে সংবাদ পেয়ে বাচ্চাটিকে আমরা উদ্ধার করি।

হাসপাতালের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু হাসান ডা. আবু রেজওয়ানুল কবির জানান, শনিবার দুপুরে উদ্ধার হওয়া বাচ্চাটি বর্তমানে সুস্থ আছে। বিষয়টি প্রশাসনকে জানানো হয়েছে। হাসপাতালে সিসিটিভি রয়েছে, সিসিটিভি চেক করলে বাচ্চাটির মায়ের পরিচয় নিশ্চিত হওয়া যাবে।

Place your advertisement here
Place your advertisement here