• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

Find us in facebook

কালীগঞ্জে লাইনে দাঁড়িয়ে ভোট দিলেন সমাজকল্যাণমন্ত্রী

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৮ নভেম্বর ২০২১  

Find us in facebook

Find us in facebook

ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে লাইনে দাঁড়িয়ে ভোট দিয়েছেন স্থানীয় সংসদ সদস্য ও সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ।

রবিবার (২৮ নভেম্বর) দুপুর ২টার দিকে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার তুষভাণ্ডার ইউনিয়নের করিমপুর নেছারিয়া মাদরাসা কেন্দ্রে ভোট দেন তিনি। এ সময় তার ছেলে জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রাকিবুজ্জামান আহমেদ উপস্থিত ছিলেন।

মন্ত্রীর নিজ ইউনিয়ন তুষভাণ্ডারে চেয়ারম্যান পদে নৌকা প্রতীকে নির্বাচন করছেন বর্তমান চেয়ারম্যান নুর ইসলাম আহমেদ। মোটরসাইকেল প্রতীকে নৌকার বিপরীতে নির্বাচন করছেন সমাজকল্যাণমন্ত্রীর ছোট ভাই উপজেলা পরিষদ চেয়ারম্যান মাহবুজ্জামান আহমেদের স্ত্রী সদ্য বহিষ্কৃত উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি সাজেদা বেগম। এই ইউনিয়নে চেয়ারম্যান পদে মোট পাঁচজন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

মন্ত্রীর নিজ পরিবারে নৌকার ‘বিদ্রোহী’প্রার্থী থাকায় জেলাবাসীর নজর ছিল তুষভাণ্ডার ইউপি নির্বাচনে। তবে নির্বাচনকালীন নিজ এলাকায় অবস্থান করলেও নির্বাচনী আচরণবিধি মেনে তিনি বাড়িতেই অবস্থান করেন।

Place your advertisement here
Place your advertisement here