• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

Find us in facebook
সর্বশেষ:
বাংলাদেশকে হুমকির মুখে ফেলেছে ক্রমবর্ধমান জলরাশি: গবেষণা উত্তরবঙ্গের মহাসড়কে চার লেন চালু, ঈদযাত্রা হবে স্বস্তির সব উন্নয়ন সহযোগীদের এক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী বিডিএস ভূমি ব্যবস্থাপনায় বৈপ্লবিক পরিবর্তন আনবে: ভূমিমন্ত্রী বিএনপির নিগৃহীত নেতাকর্মীদের তালিকা দিতে হবে: ওবায়দুল কাদের

ঘন কুয়াশায় ঢাকা হিলি

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৭ নভেম্বর ২০২১  

Find us in facebook

Find us in facebook

ঘন কুয়াশার চাদরে মুড়ে আছে দিনাজপুরের সীমান্তঘেঁষা উপজেলা হাকিমপুরের হিলি জনপদ। ভোরে সূর্যোদয় হলেও কুয়াশার কারণে তার মুখ এখনও দেখতে পায়নি হিলিবাসী। টানা চার দিন কুয়াশায় ঢাকা এই এলাকা।

শনিবার (২৭ নভেম্বর) সকাল ৭টা। তখনও হিলির প্রকৃতি ছিল কুয়াশায় ঢাকা। সূর্য মামারও দেখা মেলেনি। তাই সবুজ বৃক্ষরাজিও যেন আজ ধোঁয়াচ্ছন্ন রূপ ধারণ করেছে। শহরের পিচঢালা সড়কগুলো ভিজেছে মুক্তোঝরা শিশির বিন্দুতে। দৃষ্টিসীমা ৫০ গজের মধ্যে নেমে এসেছে।

এদিকে ঘন কুয়াশা ও তীব্র শীতে বিপাকে পড়েছেন এলাকার শ্রমিক ও নিম্ন আয়ের মানুষরা। হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে দেখা গেছে বিভিন্ন যানবাহনকে।

পথচারী রফিক, শফিক বলেন, কয়েক দিন থেকে ঘন কুয়াশা পড়ছে। সেইসঙ্গে শীতের পরিমাণ অনেক বেশি। আমাদের রাস্তা দিয়ে চলাচল করতেও অনেক সমস্যা হচ্ছে। রাস্তায় অনেক কুয়াশা থাকে। কিছুই দেখা যায় না। এবার শীতের পরিমাণও একটু বেশি।

নাজমুল নামে এক শ্রমিক বলেন, শীতের কারণে ধান কাটতে সমস্যা হচ্ছে। আগে কাজ সকালে কাজ করলেও এখন ঘন কুয়াশা ও ঠান্ডার কারণে দুপুরের দিকে শুরু করতে হচ্ছে। এতে করে আমাদের ক্ষতির মুখে পড়তে হচ্ছে। 

করিম নামে এক ভ্যানচালক বলেন, শীতের কারণে রাস্তায় মানুষজনের চলাচল কম। আগে আমরা দুপুর হওয়ার আগেই ৩০০-৪০০ টাকা আয় করতাম। কিন্তুু এখন দুপুর হলেও কোনো দিন ভাড়া হয় না। আবার কোনো দিন ৫০ টাকার মতো আয় হয়।

Place your advertisement here
Place your advertisement here