• রোববার ২৮ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৫ ১৪৩১

  • || ১৮ শাওয়াল ১৪৪৫

Find us in facebook

লালমনিরহাটে তীব্র আকার ধারণ করেছে শীত

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৩ ডিসেম্বর ২০২০  

Find us in facebook

Find us in facebook

লালমনিরহাটে তীব্র আকার ধারণ করেছে শীত। হিম বাতাস আর ঘন কুয়াশায় বিপর্যস্ত জেলার ৬৩টি চরের মানুষ। তিস্তা পাড়ের এসব চরবাসী সূর্যের দেখা পায়নি গত দুইদিনে।

সরেজমিনে দেখা গেছে, চারপাশ কুয়াশায় ঢাকা। বেলা বাড়লেও দেখা যায়নি সূর্য। শীতের প্রকোপে ঘর থেকেই বের হতে পারছে না মানুষ। অনেকেই নিজ বাড়ির সামনে খড়-কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছে।

সানিয়াজান ইউনিয়ন পরিষদের তিস্তার চরের বাসিন্দা খাদেম আলী বলেন, দুইদিন ধরে শীত চরম আকার ধারণ করেছে। ঘন কুয়াশা ও কনকনে ঠাণ্ডা আমাদের কাবু করে ফেলেছে।

ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল গফুর জানান, সানিয়াজান নদীবেষ্টিত ইউনিয়ন। বেশিরভাগ মানুষ ঘরবাড়ি হারিয়ে বাঁধের উঁচু সড়কে বসবাস করে। চারপাশ খোলামেলা হওয়ায় শীত বেশি অনুভূত হয়। ঠাণ্ডার কারণে কাজে যেতে না পেরে মানবেতর জীবনযাপন করছে চরবাসী।

জেলা সিভিল সার্জন ডা. নির্মলেন্দু রায় জানান, লালমনিরহাটে শীতের সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে ঠাণ্ডাজনিত রোগ। তিনদিনে ডায়রিয়া, নিউমোনিয়াসহ বিভিন্ন রোগ নিয়ে পাঁচটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছে শিশুসহ ৩০ জন।

লালমনিরহাটের জেলা প্রশাসক আবু জাফর জানান, শীতার্ত মানুষের জন্য শীতবস্ত্র বিতরণ কার্যক্রম চলমান আছে। তিস্তা নদীর তীরবর্তী ৬৩টি চরের মানুষের জন্য আরো শীতবস্ত্র প্রয়োজন। বিষয়টি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে জানানো হয়েছে।

Place your advertisement here
Place your advertisement here