• শনিবার ০৪ মে ২০২৪ ||

  • বৈশাখ ২১ ১৪৩১

  • || ২৪ শাওয়াল ১৪৪৫

Find us in facebook

লালমনিরহাটে করোনায় প্রথম মৃত্যু

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৪ জুন ২০২০  

Find us in facebook

Find us in facebook

লালমনিরহাটের হাতীবান্ধায় করোনাভাইরাসের উপসর্গ নিয়ে ৯ জুন মারা যাওয়া এক ব্যক্তির নমুনা পরীক্ষায় পজিটিভ ধরা পড়েছে। এটাই জেলায় করোনায় প্রথম মৃত্যু। মৃত ব্যক্তি ওই উপজেলার টংভাঙ্গা গ্রামের বাসিন্দা। তিনি বান্দরবানে একটি ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন।

শনিবার রাতে এ তথ্য নিশ্চিত করেছেন লালমনিরহাটের সিভিল সার্জন ডা. নির্মলেন্দু রায়।

তিনি জানান, ওই ব্যক্তি ৬ জুন নিজ বাড়িতে ফেরেন। করোনভাইরাসের উপসর্গ নিয়ে পরদিন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। সেখানেই ৯ জুন তার মৃত্যু হয়। মরদেহ বাড়িতে নেয়ার পর ওইদিন উপজেলা মেডিকেল টিম তার নমুনা সংগ্রহ করে।

সিভিল সার্জন আরো জানান, শনিবার রাতে রংপুর মেডিকেল কলেজ ল্যাব থেকে ওই ব্যক্তির করোনা পজিটিভ রিপোর্ট আসে। লালমনিরহাট জেলায় এই প্রথম করোনাভাইরাসে কারো মৃত্যু হলো।

Place your advertisement here
Place your advertisement here