• মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৭ ১৪৩১

  • || ২০ শাওয়াল ১৪৪৫

Find us in facebook

কুড়িগ্রামে ৭০২ পিচ ইয়াবাসহ মাদক কারবারী আটক

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৯ মার্চ ২০২০  

Find us in facebook

Find us in facebook

কুড়িগ্রামের রৌমারী সীমান্তে নিষিদ্ধ ভারতীয় ৭০২পিচ ইয়াবা ট্যাবলেট, ১টি ইজিবাইক ও নগদ ১১৫টাকাসহ রাশেদুল ইসলাম (৩০) নামে এক বাংলাদেশী চোরাকারবারীকে আটক করেছে জামালপুর ৩৫ বিজিবি ব্যাটালিয়নের জওয়ানরা। রোববার দুপুর ১টায় রৌমারী সদর ইউনিয়নের মাজারটিলা এলাকা থেকে তাকে আটক করা হয়।

জামালপুর ৩৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্ণেল এস এম আজাদ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গোপন সংবাদের ভিত্তিতে কুড়িগ্রামের রৌমারী উপজেলা সদরের হিজলামারী বিওপি’র হাবিলদার আতাউর রহমানের নেতৃত্বে ৪ সদস্যের একটি দল অভিযান পরিচালনা করে। 

এসময় মাজারটিলা এলাকায় বাংলাদেশের অভ্যন্তরে আন্তর্জাতিক সীমানা পিলার ১০৬৬/৩-এস এর তিন কিলোমিটার অভ্যন্তরে ধাওয়া করে মাদককারবারী রাশেদুল ইসলামকে ৭০২পিচ ভারতীয় ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়। এসময় তার কাছ থেকে ১টি মোবাইল, ১টি ইজিবাইক ও বাংলাদেশী নগদ ১১৫টাকা জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য ৩ লক্ষ ৩১ হাজার ৭১৫টাকা। 

আটককৃত চোরাকারবারি রাশেদুল ইসলাম রৌমারী উপজেলার যাদুরচর ইউনিয়নের পাটাধোয়া পাড়ার সাইফুল ইসলামের পূত্র। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মামলা দায়ের করত: রৌমারী থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

এ ব্যাপারে রৌমারী থানার অফিসার ইনচার্জ আবু মো: দিলওয়ার হাসান ইনাম জানান, বিজিবি’র একটি টিম এইমাত্র থানায় এসেছে। এখনো আসামী হস্তান্তর হয়নি। প্রক্রিয়া চলছে।

Place your advertisement here
Place your advertisement here