• সোমবার ০৬ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৩ ১৪৩১

  • || ২৬ শাওয়াল ১৪৪৫

Find us in facebook

বীরগঞ্জে চোরাই মদসহ আটক -২   

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২ মার্চ ২০২০  

Find us in facebook

Find us in facebook

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার সাতোর ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব রেজাউল করিম শেখ মাদক নিয়ন্ত্রণে  ব্যাপক তৎপরতা চালিয়ে যাচ্ছে। অত্র ইউনিয়নের চৌকিদার মোঃ সিরাজুল ইসলামের গোপন সংবাদের ভিত্তিতে প্রাণনগর গ্রামের কাদনার ছেলে বিমল টুডু (৪২) ও হফণা হাসদার ছেলে বিশ্বনাথ হাসদা (৪৫) কে ১০ লিটার চৌলাইমদসহ বীরগঞ্জ থানা পুলিশকে সোপর্দ করেছেন ইউপি চেয়ারম্যান রেজাউল করিম শেখ।

ওই এলাকাই অবৈধভাবে দেশীয়  তৈরি চৌলাইমদ  প্রকাশ্যে বিক্রির সংবাদ বীরগঞ্জ দিনাজপুরের বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ সাকিলা পারভিনকে সংবাদ দেন চেয়ারম্যান।  সংবাদ পেয়ে এস,আই বেলাল হোসেনসহ সঙ্গীয় রোববার  বিকেলে প্রাণনগর গ্রামের আদিবাসী পাড়ায় তাললাশি চালিয়ে  দেশীয় তৈরি এ্যাকোহল যুক্ত ১০ লিটার মদ ও মদ তৈরির সরঞ্জামসহ আকট করেছেন বীরগঞ্জ থানা পুলিশ।

এ ব্যাপার বীরগঞ্জ থানা পুলিশ বাদী হয়ে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছেন। যাহার মামলা নং ১৯ তারিখ ২৯/২২/২০২০ ধারা ৩৬(১) এর ২৪ (ক)।

Place your advertisement here
Place your advertisement here