• মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৭ ১৪৩১

  • || ২০ শাওয়াল ১৪৪৫

Find us in facebook

ভুরুঙ্গামারী পাইলট সরকারী উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২০ জানুয়ারি ২০২০  

Find us in facebook

Find us in facebook

কুড়িগ্রামে এসো মিলি প্রাণে প্রাণে স্লোগানকে সামনে রেখে ভুরুঙ্গামারী পাইলট সরকারী উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন করা হয়েছে। রবিবার সকাল ৯টায় ভূরুঙ্গামারী পাইলট সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে এ শতবর্ষ  উদযাপন করা হয়। পরে একটি শোভাযাত্রা বের করে অনুষ্ঠান উদযাপন কর্তৃপক্ষ। এর আগে সকাল নয়টায় জাতীয় পতাকা ও উত্‍সব পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে অনুষ্ঠান শুরু হয়। 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কারমাইকেল কলেজের প্রাক্তন অধ্যক্ষ ও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ট্রেজারার মো: মোজাম্মেল হক। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সরকারের মাননীয় বাণিজ্য মন্ত্রী টিপু সুলতান । বাণিজ্যমন্ত্রী বলেন, কুড়িগ্রামে একটি কৃষি বিশ্ববিদ্যালয় খুব শিঘ্রই প্রতিষ্ঠিত করা হবে।

বিশেষ অতিথি ছিলেন নাগেশ্বরী-ভূরুঙ্গামারী আসনের সংসদ সদস্য আসলাম হোসেন সওদাগর, জেলা পরিষদের চেয়ারম্যান মো: জাফর আলী, কুড়িগ্রাম জেলা প্রশাসক সুলতানা পারভীন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান নূরুন্নবী খোকন চৌধরী, উপজেলা নির্বাহী অফিসার এএইচএম মাগফুরুল হাসান আব্বাসি ও প্রধান শিক্ষক শাহজাহান আলী। 

দুই দিনের অনুষ্ঠানের প্রথম দিনে স্মৃতি আলোচনায় প্রাক্তন ছাত্রদের মধ্যে বক্তব্য রাখেন আওয়ামীলীগ নেতা বীরবল, আবু ইব্রাহিম, সাবেক অধ্যক্ষ জলিল সরকার, এচাহক আলী, সুবক্তোকিন মাষ্টার প্রমুখ।

Place your advertisement here
Place your advertisement here