• মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৭ ১৪৩১

  • || ২০ শাওয়াল ১৪৪৫

Find us in facebook

দিনাজপুরে ১০৬ কি.মি. মহাসড়কের দুই পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২১ নভেম্বর ২০১৯  

Find us in facebook

Find us in facebook

দিনাজপুর-গোবিন্দগঞ্জ-ঢাকা মহাসড়কের ১০৬ কিলোমিটারের দুই পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু করেছে সড়ক ও জনপথ বিভাগ।

বৃহস্পতিবার সকাল থেকে মহাসড়কটির ফোর লেন নির্মাণের লক্ষ্যে এ অভিযান শুরু হয়। উচ্ছেদ অভিযানটি পরিচালনা করেন সড়ক ও জনপথ অধিদফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহাবুবুর রহমান ফারুকী। 

তিনি জানান, ১০৬ কিলোমিটার ফোর লেনের মহাসড়কটি ছয় মাসের মধ্যে সম্পন্ন করা হবে। সেই কারণে উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে। তবে ভবিষ্যতে ছয় থেকে আট লেন সড়কের পরিকল্পনা রয়েছে সরকারের। এ প্রকল্পে বাস্তবায়নে ৯০০ কোটি টাকা বরাদ্দ দেয়া হয়েছে। অভিযানে প্রায় সাড়ে তিন হাজার স্থাপনা উচ্ছেদ করা হবে।

উচ্ছেদ অভিযানে অংশ নেন দিনাজপুর সড়ক ও জনপথের নির্বাহী প্রকৌশলী সুনীতি চাকমাসহ ঊর্ধ্বতন কর্মকর্তা।

Place your advertisement here
Place your advertisement here