• মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৭ ১৪৩১

  • || ২০ শাওয়াল ১৪৪৫

Find us in facebook

নির্বাচনী পরিবেশ নষ্ট করছে বিএনপিঃ কাদের

দৈনিক রংপুর

প্রকাশিত: ১০ ডিসেম্বর ২০১৮  

Find us in facebook

Find us in facebook

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার দণ্ড রাষ্ট্রপতি ছাড়া অন্য কেউ ক্ষমা করতে পারবেন না।
রোববার দুপুরে ফেনী পৌর প্রাঙ্গণে সদর উপজেলা আওয়ামী লীগ অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপে তিনি এ কথা বলেন।

খালেদা জিয়ার নির্বাচন করার কোনো সুযোগ নেই জানিয়ে ওবায়দুল কাদের বলেন, তার নির্বাচন করার বিষয়টি আদালতের ব্যাপার। তার এ দণ্ড একমাত্র রাষ্ট্রপতি ছাড়া অন্য কেউ ক্ষমা করতে পারবেন না। তিনি আবেদন করলে রাষ্ট্রপতির কাছে করতে হবে।

দেশে সুন্দর নির্বাচনী পরিবেশ বিরাজ করছে মন্তব্য করে তিনি বলেন, এ পরিবেশ নষ্ট হলে বিএনপির জন্যই হবে। বিএনপির মনোনয়ন বঞ্চিতরা তাদের সেক্রেটারি জেনারেলের অফিসে দফায় দফায় হামলা চালাচ্ছেন। টাকা নিয়েও যারা মনোনয়ন পাননি, তারাই হামলা করছেন।

বর্তমান মন্ত্রিসভা সম্পর্কে ওবায়দুল কাদের বলেন, বিশ্বের অনেক দেশেই এমন নিয়ম রয়েছে। আমি মন্ত্রী হয়েও আমার নির্বাচনী এলাকায় পতাকাযুক্ত গাড়ি নিয়ে সভা-সমাবেশে যাচ্ছি না। গণসংযোগ করে নির্বাচনের আচরণবিধি ভঙ্গ করছি না।

এ সময় ফেনী-২ আসনের এমপি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী, মহিলা এমপি জাহানারা বেগম সুরমা, ফেনী-১ আসনের এমপি শিরীন আখতার, জেলা আওয়ামী লীগের সভাপতি ফেনী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
 

Place your advertisement here
Place your advertisement here