• মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৬ ১৪৩১

  • || ২০ শাওয়াল ১৪৪৫

Find us in facebook

রংপুরে মহা অষ্টমী পুণ্যতীর্থ স্নান ও পূজা অনুষ্ঠিত

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৬ এপ্রিল ২০২৪  

Find us in facebook

Find us in facebook

রাম নবমী পূজা উপলক্ষে মঙ্গলবার রংপুর নগরীর মাহিগঞ্জ ডিমলা রাজদেবোত্তর এস্টেট এর কালিসাগর পুকুর ও হরিসাগর পুকুরে মহা অষ্টমী পুণ্যতীর্থ স্নান ও পূজা অনুষ্ঠিত হয়েছে।

ডিমলা রাজ দেবোত্তর এসেস্ট মন্দিরে এ কর্মসূচি পালন করা হয়।  এই অষ্টমী পুণ্যতীর্থ স্নানের উদ্বোধন করেন ডিমলা রাজ দেবোত্তরের এসেস্ট এর সাধারণ সম্পাদক বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের ভাইস চেয়ারম্যান সুশান্ত ভৌমিক।

এসময় উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ডিমলা রাজ দেবোত্তর এসেস্ট মন্দিরের সহ সভাপতি প্রভাষ চক্রবতী, কোষাধ্যক্ষ দেব দুলাল মজুমদার, সদস্য বিপুল রায়, বংক রায়, দিলিপ কুমার দাস প্রমুখ। পরে উপস্থিত ভক্তবৃন্দের মধ্যে মন্দির পরিচালনা কমিটির পক্ষ থেকে পূজার প্রসাদ বিতরণ করা হয়।

এ ছাড়াও রংপুরের পীরগাছায় মাষাণকুড়া নদীর তীরে সনাতন ধর্মাবলম্বীদের অষ্টমীর স্নান ও বারুণী মেলা উপলক্ষে হাজারো পুণ্যার্থীর ঢল নেমেছে। মহা অস্টমী পুণ্যতিথি স্নানে রংপুর বিভাগের বিভিন্ন স্থান থেকে হাজার হাজার সনাতন ধর্মাবলম্বী মানুষজন এতে অংশগ্রহণ করেন।

মঙ্গলবার দিনব্যাপী নদীর তীরবর্তী উপজেলার কান্দিরহাটে ঐতিহ্যবাহী স্নান ও মেলা অনুষ্ঠিত হয়েছে।
 

Place your advertisement here
Place your advertisement here