• রোববার ২৮ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৫ ১৪৩১

  • || ১৮ শাওয়াল ১৪৪৫

Find us in facebook

রংপুরে ৬৮০ টাকা কেজি গরুর মাংস বিক্রি করছে যুবলীগ

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৬ মার্চ ২০২৪  

Find us in facebook

Find us in facebook

রংপুরে মানবিক কার্যক্রমের অংশ হিসেবে ৬৮০ টাকা কেজিতে গরুর মাংস বিক্রি করছে রংপুর জেলা যুবলীগ। মঙ্গলবার (২৬ মার্চ) দুপুর ১২টায় নগরীর নজরুল চত্বরে ৬৮০ টাকা মূল্যে দুই শতাধিক মানুষের মাঝে ১৫০ কেজি মাংস বিক্রি করা হয়। এ সময় মুলাটোল, গণেশপুর, কামারপাড়া, বাবুখাঁসহ আশপাশের বিভিন্ন পাড়া-মহল্লা থেকে আসা ক্রেতারা লাইন ধরে গরুর মাংস কেনেন। দুপুর ২টার মধ্যে মাংস শেষ হয়ে যায়।

এই কার্যক্রমে অসহায় দরিদ্র রোজাদাররা সামর্থ অনুযায়ী কিনতে পারছে মাংস। বাজারে হাফ কেজির নিচে বিক্রি না হলেও যুবলীগের চলমান এমন মানবিক কার্যক্রমে কিনতে পাওয়া যাচ্ছে সর্বনিম্ন ৫০ টাকার মাংস। দেখে শুনে সামর্থ্য অনুযায়ী ফ্রেশ মাংস কিনতে পাওয়ায় খুশি ক্রেতারাও।

রংপুর জেলা যুবলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান সিদ্দিকী রনি বলেন, ‘রমজান উপলক্ষে যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলের নির্দেশে মাসব্যাপি মানবিক কার্যক্রম শুরু হয়েছে। এর আগে শহরের বিভিন্ন স্থানে সেহরি ও ইফতার বিতরণ করেছি।’ 

তিনি আরও বলেন, ‘দাম বৃদ্ধির জন্য যারা রোজায় মাংস খেতে পারেনি, তারা আজ ন্যায্য মূল্যে গরুর মাংস কিনে নিয়ে গেছে। রংপুর জেলা যুবলীগের এ ধরনের কার্যক্রম আগামীতেও অব্যহত থাকবে।’ 

গরুর মাংস বিক্রি কার্যক্রমে উপস্থিত ছিলেন, জেলা যুবলীগের সভাপতি লহ্মীণ চন্দ্র দাস, সহ-সভাপতি নওশাদ আলম রাজু, যুগ্ম সাধারণ সম্পাদক আশিকুর রহমান সোহেল, রংপুর জেলা যুবলীগের সাবেক সদস্য, আজিজুল ইসলাম মুরাদ, রাজিব হাসান সুমন, যুবলীগ নেতা আদনান হোসেন, আবু হোসেন, নাহিদ হাসান সাদ্দাম, মাহমুদুর রহমান অভিসহ অন্যান্য নেতারা।

Place your advertisement here
Place your advertisement here