• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৪ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

Find us in facebook

সোশ্যাল মিডিয়া ব্যবহারে সতর্কতা শীর্ষক স্কুল ক্যাম্পেইন

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৩০ অক্টোবর ২০২৩  

Find us in facebook

Find us in facebook

রংপুরের গঙ্গাচড়ায় বাল্য বিবাহ, নারী ও শিশু নির্যাতন, ইভটিজিং, যৌতুক ও মাদক প্রতিরোধ এবং সোশ্যাল মিডিয়া ব্যবহারে সতর্কতা সম্পর্কে স্কুল ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।  উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে আজ সোমবার দুপুরে উপজেলার কোলকোন্দ মোহাম্মদ আলী মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার নাহিদ তামান্না। তিনি শিক্ষার্থীদের উদ্যেশ্যে বলেন,

বাল্য বিবাহ, নারী ও শিশু নির্যাতন, ইভটিজিং, যৌতুক ও মাদক প্রতিনিয়ত বেড়েই চলছে। এক্ষেত্রে আমাদেরকে প্রতিরোধ গড়ে তুলতে হবে এবং জনমনে সচেতনতা বৃদ্ধি করতে হবে। তিনি আরও বলেন, বাল্য বিবাহ একটি সামাজিক ব্যাধি। আমাদের এর বিরুদ্ধে সোচ্চার হতে হবে। বিশেষ করে ছাত্র সমাজ ও অভিভাবকদের এগিয়ে আসতে হবে সবার আগে।

এসময় তিনি শিক্ষার্থী অভিভাবকদের যেকোন সহায়তা প্রদান করবেন বলে আশ্বস্থ করেন এবং মাদক, বাল্যবিবাহ, ইভটিজিং দমনে সকলের সহযোগিতা কামনা করেন। এছাড়াও তিনি সোশ্যাল মিডিয়া ব্যবহারে সতর্কতা সম্পর্কে আলোচনা করেন।

অনুষ্ঠানে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মৌসুমী আখতার এর সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান রাবিয়া বেগম, তথ্যসেবা কর্মকর্তা তাসনীম খুশবী সরকার, গঙ্গাচড়া সদর ইউনিয়নের ৫ নং ওয়ার্ড ইউপি সদস্য আব্দুল মতিন অভি প্রমুখ।

Place your advertisement here
Place your advertisement here