• রোববার ২৮ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৫ ১৪৩১

  • || ১৮ শাওয়াল ১৪৪৫

Find us in facebook

গঙ্গাচড়ায় ফিলিং স্টেশনকে লাখ টাকা জরিমানা

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৪ অক্টোবর ২০২৩  

Find us in facebook

Find us in facebook

রংপুরের গঙ্গাচরা উপজেলায় ডিজেল পরিমাণে কম দেওয়া ও ক্যালিব্রেশন সনদ না থাকায় মেসার্স শাহ আলম ফিলিং স্টেশনকে লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। 

বুধবার (৪ অক্টোবর) দুপুরে বিএসটিআই-এর রংপুর বিভাগীয় কার্যালয় এবং রংপুর গংগাচড়া উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে মোবাইল কোর্ট পরিচালিত হয়।

মোবাইল কোর্ট পরিচালনার সময় গঙ্গাচরা মেসার্স শাহ আলম ফিলিং স্টেশনে ডিজেল ইউনিট প্রতি ১০ লিটারে ৬০ মিলি কম প্রদান করার প্রমাণ পান। পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৫০ হাজার টাকা এবং পেট্রোল, ডিজেল ও অকটেন স্টোরেজ ট্যাংকের ক্যালিব্রেশন সনদ না থাকায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

এসময় ডিজেল ডিসপেনসিং ইউনিটটি সাময়িক ভাবে বন্ধের পাশাপাশি বাংলায় লেখা মূল্যতালিকা প্রদর্শনের নির্দেশনা দেওয়া হয়।

উক্ত মোবাইল কোর্ট পরিচালনা করেন গঙ্গাচরা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট, নয়ন কুমার সাহা। এসময় প্রসিকিউটর হিসেবে ছিলেন বাংলাদেশ স্ট্যান্ডার্ড এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) এর রংপুর বিভাগীয় অফিসের কর্মকর্তা মোঃ আলমাস মিয়া।

Place your advertisement here
Place your advertisement here