– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –
  • শনিবার ২৩ সেপ্টেম্বর ২০২৩ ||

  • আশ্বিন ৮ ১৪৩০

  • || ০৭ রবিউল আউয়াল ১৪৪৫

Find us in facebook
সর্বশেষ:
স্বাস্থ্যসেবা নিশ্চিতে আন্তর্জাতিক অংশীদারদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর দিনাজপু‌রে ট্রাকচাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর রংপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে ছাত্রলীগ সভাপতি ‘সিন্ডিকেটের কারসাজিতে আলুর বাজার নিয়ন্ত্রণে বিঘ্ন ঘটছে’ অপহরণ নাটক সাজিয়ে স্ত্রীর কাছে মুক্তিপণ দাবি, গ্রেপ্তার ২

রংপুরে মেডিকেল প্রোডাক্টের জাতীয় মান নিশ্চয়তার নির্দেশনা

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর ২০২৩  

Find us in facebook

Find us in facebook

রংপুরে ঔষধ প্রশাসন অধিদপ্তর ও ইউএসএইডের যৌথ উদ্যোগে মেডিকেল প্রোডাক্টের জাতীয় মান নিশ্চয়তার নির্দেশনা এবং রিস্ক-বেজড পোস্ট মার্কেটিং নজরদারির বিষয়ে এক সেমিনার অনুষ্ঠিত হয়। মঙ্গলবার সকাল ৯টায় রংপুর জেলার গ্রান্ড প্যালেস হোটেল সম্মেলন কক্ষে সেমিনারটি অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন ঔষধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক  মেজর জেনারেল মোহাম্মদ ইউসুফ। এসময় এছাড়াও উপস্থিত ছিলেন ওষধ প্রশাসন অধিদপ্তরের পরিচালক মোঃ আশ্রাফ হোসেন, ইউএসএইডের Promoting the Quality of Medecine Plus প্রোগ্রামের এশিয়া অঞ্চলের পরিচালক মেহমুদ আনোয়ার, রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ বিমল চন্দ্র রায় প্রমুখ। উল্লেখ্য, ঔষধ প্রশাসন অধিদপ্তররের মহাপরিচালক মহোদয় অদ্য ঢাকার উদ্দেশ্যে রংপুর ত্যাগ করবেন। 

সেমিনারে বক্তাগন বাংলাদেশের মেডিকেল প্রোডাক্টসহ ঔষধের জাতীয় মান নিশ্চয়তার বিষয়ে বিভিন্ন আলোচনা করেন। এছাড়া অ্যান্টিবায়োটিক সেবনে সচেতন হওয়ার পরামর্শ প্রদান করেন। এছাড়া দেশের ঔষধের মান্নোয়নে ঔষধ প্রশাসনের গৃহিত নানা কর্মসূচি নিয়েও আলোচনা করেন।

Place your advertisement here
Place your advertisement here