• রোববার ২৮ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৫ ১৪৩১

  • || ১৮ শাওয়াল ১৪৪৫

Find us in facebook

পীরগাছায় স্বাস্থ্য কমপ্লেক্সের ড্রাইভারসহ করোনায় আক্রান্ত ৩

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১ জুলাই ২০২০  

Find us in facebook

Find us in facebook

রংপুরের পীরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জিপ গাড়ির ড্রাইভারসহ আরো তিনজনের করোনা শনাক্ত হয়েছে। গত ১৮ জুন তাদের নমুনা সংগ্রহ করা হয়। এ নিয়ে উপজেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩৮ জনে। মঙ্গলবার রাতে এ তথ্য নিশ্চিত করেন পীরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. সানোয়ার হোসেন।

তিনি জানান,  রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে পাঠানো নমুনা পরীক্ষা করে সোমবার তিনজনের করোনা শনাক্ত হয়েছে। তারা হলেন- পীরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য কর্মকর্তার জিপ গাড়ির ড্রাইভার (৩০), পারুল ইউনিয়নের বেলতলীর এক পুরুষ (৩৬) ও শরীফ সুন্দর গ্রামের এক বৃদ্ধ  (৫৮)।

খোঁজ নিয়ে জানা গেছে, নমুনা দেওয়ার ১৬ দিন পর সোমবার এক তরুণীর করোনা পজিটিভ আসে। বেশিরভাগ ক্ষেত্রে রিপোর্ট পেতে দীর্ঘসূত্রতার কারণে অনেকে পরিবারসহ বাইরের লোকজনের সংস্পর্শে আসছে। ফলে উপজেলাজুড়ে ব্যাপক হারে করোনাভাইরাস ছড়িয়ে পড়ার শঙ্কা দেখা দিয়েছে।

স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, গত ১ মে উপজেলায় প্রথম করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হওয়ার পর থেকে এখন পর্যন্ত এক ব্যক্তি মারা গেছেন। অন্যদিকে উপজেলাজুড়ে ৩৮ জন আক্রান্ত হলেও এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৩ জন। এছাড়া উপসর্গ নিয়ে মারা গেছেন আরো একজন।

Place your advertisement here
Place your advertisement here