• মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৬ ১৪৩১

  • || ২০ শাওয়াল ১৪৪৫

Find us in facebook

পহেলা বৈশাখের সাজ

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৩ এপ্রিল ২০২৪  

Find us in facebook

Find us in facebook

সারা বছর ধরে বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ বা বাংলা নববর্ষকে বরণের জন্য অপেক্ষায় থাকে ছোট থেকে বড় প্রায় সবাই। তবে তীব্র গরমের মধ্যেই এবার উদযাপন হতে চলছে বাঙালির এ প্রাণের উৎসবটি।

আর যা-ই হোক হালখাতা, মিষ্টিমুখ থেকে শুরু করে নতুন পোশাকে যেন আলাদা মাত্রা পায় পহেলা বৈশাখের এ দিনটি।


নববর্ষের সময় গুরুত্বপূর্ণ বিষয় হলো ফ্যাশন। এই বিশেষ দিনে সবারই কোথাও না কোথাও নিমন্ত্রণ লেগেই থাকে। অথবা কেউ কোনো অনুষ্ঠানে যোগ দিয়ে থাকেন। এ কারণে সবাই প্রথমে পোশাকের দিকে নজর দেন।


তবে এবার সাজের সঙ্গে গরমের কথা মাথায় রাখুন। পয়লা বৈশাখে ভুলেও এমন পোশাক পরবেন না যাতে শরীর অসুস্থ হতে পারে। এ বছর পয়লা বৈশাখের সাজ-পোশাকের ক্ষেত্রে কিছু বিষয় মাথায় রাখুন। যেমন-


> এবার পয়লা বৈশাখের দিনও তীব্র তাপমাত্রা বিরাজ করছে। তাই সুতির পোশাকেই নিজেকে সাজিয়েছেন অনেকে।


> পোশাকের সঙ্গে হালকা মানানসই গহনায় সাজেন অনেক নারী। এতে স্টাইলিস ও সুন্দরও লাগে। এবং আলগা খোঁপা, হাফ বিনুনির কথাও সাজের সময় মনে রাখতে পারেন।


মেকাপের জন্য
> খুব হালকা মেকাপে নিজেদের ফুটিয়ে তুলতে পারেন তরুণীরা। নিজের ত্বকের ধরন অনুযায়ী মেকআপ করুন। চোখ ও ঠোঁটকেও সাজান হালকা সাজে।

Place your advertisement here
Place your advertisement here