• মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৭ ১৪৩১

  • || ২০ শাওয়াল ১৪৪৫

Find us in facebook

পোল্যান্ডে ভয়াবহ গ্যাসলাইন বিস্ফোরণে নিহত অন্তত ৪

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৬ ডিসেম্বর ২০১৯  

Find us in facebook

Find us in facebook

পোল্যান্ডের দক্ষিণাঞ্চলে একটি স্কি রিসোর্টে গ্যাসলাইন বিস্ফোরণের ঘটনায় এক শিশুসহ চারজন নিহত হয়েছেন। এছাড়া নিখোঁজ রয়েছেন আরো ৪ জন।

বুধবার দেশটির এসচেক অঞ্চলে এ দুর্ঘটনা ঘটে বলে স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে জানিয়েছে বার্তাসংস্থা এএফপি।

খবরে বলা হয়, বিস্ফোরণে রিসোর্টটি ধসে পড়েছে। প্রায় একশ জন উদ্ধারকর্মী বর্তমানে ধ্বংসস্তূপ থেকে নিখোঁজদের উদ্ধারে কাজ করছেন।

স্থানীয় প্রিফেক্ট জ্যারোস্ল উইজোরেক বলেন, এখন পর্যন্ত এক শিশু ও তিন পূর্ণবয়স্কের মরদেহ উদ্ধার করা হয়েছে। বিস্ফোরণের সময় রিসোর্টটিতে আটজন ছিলেন বলে জানা গেছে। বাকিদের উদ্ধারে কাজ চলছে। তারা বেঁচে আছেন কিনা এখনও নিশ্চিত করে বলা যাচ্ছে না।

স্থানীয় গ্যাস পরিবেশক সংস্থা পিএসজি জানায়, বিস্ফোরণের আগে আগে আকস্মিকভাবে গ্যাস পাইপলাইনে চাপ হ্রাস পায়। দুর্ঘটনাস্থলের কাছেই নির্মাণকাজ চলছে। এসময় পাইপলাইন ফেটে ওই বিস্ফোরণ ঘটে থাকতে পারে। তবে এটা প্রাথমিক ধারণা। এ বিষয়ে তদন্ত করা হবে।

Place your advertisement here
Place your advertisement here