• শনিবার ০৪ মে ২০২৪ ||

  • বৈশাখ ২১ ১৪৩১

  • || ২৪ শাওয়াল ১৪৪৫

Find us in facebook

বিশ্বের শীর্ষ ধনী হলেন বার্নার্ড আর্নল্ট

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৯ জানুয়ারি ২০২৪  

Find us in facebook

Find us in facebook

ইলন মাস্ককে টপকে বিশ্বের শীর্ষ ধনীদের তালিকায় শীর্ষে উঠে এসেছেন ফরাসি ধনকুবের সিইও বার্নার্ড আর্নল্ট।

সোমবার (২৯ জানুয়ারি) বিখ্যাত ফোর্বস ম্যাগাজিন প্রকাশিত তালিকায় বিশ্বের শীর্ষ ধনীদের মধ্যে দ্বিতীয় স্থানে নেমে গেছেন দক্ষিণ আফ্রিকান বংশোদ্ভুত মার্কিন ধনকুবের মাস্ক।

জানা গেছে, মাস্কের চেয়ে তার সম্পদ ২ দশমিক ৯ বিলিয়ন ডলার বেশি হওয়ায় শীর্ষে উঠে এসেছেন ফরাসি ধনকুবের বার্নার্ড আর্নল্ট। তিনি বিলাসবহুল পণ্য এলভিএমএইচ মোয়েত হেনেসি লুই ভিতনের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা। তার মোট সম্পদের পরিমাণ ২০৭.৬ বিলিয়ন ডলার।

এদিকে স্পেসএক্স, টেসলা, টুইটার, নিউরালিংক, দ্য বোরিং কোম্পানিসহ বহু প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও স্বত্তাধিকারী ইলন মাস্কের মোট সম্পদের পরিমাণ ২০৪ দশমিক ৭ বিলিয়ন ডলার।

তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছেন ই-কমার্স প্রতিষ্ঠান আমাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস। তার মোট সম্পদের পরিমাণ ১৮১ দশমিক ৩ বিলিয়ন ডলার। ফোর্বসের তালিকায় শীর্ষ দশে থাকা নয়জনই যুক্তরাষ্ট্রের নাগরিক।

Place your advertisement here
Place your advertisement here