• রোববার ২৮ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৪ ১৪৩১

  • || ১৮ শাওয়াল ১৪৪৫

Find us in facebook

ব্রিটিশ হাইকমিশনার হিসেবে যোগ দিলেন সারাহ কুক

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৩০ এপ্রিল ২০২৩  

Find us in facebook

Find us in facebook

বাংলাদেশে নবনিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার হিসেবে রোববার যোগ দিয়েছেন সারাহ কুক। তিনি রবার্ট চ্যাটার্টন ডিকসনের স্থলাভিষিক্ত হয়েছেন।

ঢাকার ব্রিটিশ হাইকমিশন জানায়, বাংলাদেশে ব্রিটিশ হাইকমিশনার হিসেবে নিয়োগের বিষয়ে সারা কুক বলেছেন- ব্রিটিশ হাইকমিশনার হিসেবে বাংলাদেশে ফিরে আসতে পেরে আমি আনন্দিত এবং গভীরভাবে সম্মানিত। বাংলাদেশের সঙ্গে যুক্তরাজ্যের শক্তিশালী সাংস্কৃতিক, রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক রয়েছে। বাণিজ্য, বিনিয়োগ, উন্নয়ন এবং নিরাপত্তাসহ অনেক বিষয়ে বাংলাদেশের সরকার ও জনগণের সঙ্গে যুক্তরাজ্য ঘনিষ্ঠভাবে কাজ করে।

তিনি আরো বলেন, আমি দীর্ঘ এবং বন্ধুত্বপূর্ণ দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের দুই দেশের মধ্যে ব্যাপক সহযোগিতা আরো গভীর করার জন্য উন্মুখ।

সারাহ কুক ২০১২-২০১৬ পর্যন্ত বাংলাদেশে আন্তর্জাতিক উন্নয়ন বিভাগের ডিএফআইডি  কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ হিসেবে দায়িত্ব পালন করেছেন। সম্প্রতি তিনি ফরেন, কমনওয়েলথ এবং ডেভেলপমেন্ট অফিসে দক্ষিণ পূর্ব এশিয়া বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন।

এর আগে তিনি তানজানিয়ায় ব্রিটিশ হাইকমিশনার ছিলেন। মিসেস কুক ২০০৫ সালে ডিএফআইডি যোগদান করেন, যেখানে তার ভূমিকায় অর্থনৈতিক প্রবৃদ্ধি, বিনিয়োগ, দুর্নীতি বিরোধী এবং সহায়তা কার্যকারিতা সম্পর্কিত যুক্তরাজ্যের আন্তর্জাতিক উন্নয়ন নীতির অন্তর্ভুক্ত ছিল।

যুক্তরাজ্যে সিভিল সার্ভিসে যোগদানের আগে সারাহ কুক গায়ানা ও সলোমন দ্বীপপুঞ্জের বাণিজ্য মন্ত্রণালয়ে উপদেষ্টা হিসেবে কাজ করেছেন।

Place your advertisement here
Place your advertisement here