• শনিবার ০৪ মে ২০২৪ ||

  • বৈশাখ ২১ ১৪৩১

  • || ২৪ শাওয়াল ১৪৪৫

Find us in facebook

যেকোনও প্রয়োজনে সেনাবাহিনীকে প্রস্তুত থাকতে হবে:সেনাবাহিনী প্রধান

দৈনিক রংপুর

প্রকাশিত: ১১ এপ্রিল ২০১৯  

Find us in facebook

Find us in facebook

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহাম্মেদ বলেছেন, ‘বাংলাদেশ সেনাবাহিনী দেশের সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি প্রাকৃতিক ও দুর্যোগ মোকাবিলা, আর্থসামাজিক ও অবকাঠামো উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। মহান মাতৃভূমির অখণ্ডতা রক্ষাসহ জাতির যেকোনও প্রয়োজনে সেনাবাহিনীকে প্রস্তুত থাকতে হবে। দেশের প্রয়োজনে এগিয়ে আসতে হবে।’

বৃহস্পতিবার (১১ এপ্রিল) সকালে সৈয়দপুর সেনানিবাসে বাংলাদেশ সেনাবাহিনীর গোলন্দাজ , ইঞ্জিনিয়ার এবং বীর রেজিমেন্টের ৬টি ইউনিটের রেজিমেন্টাল কালার প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

সেনাবাহিনী প্রধান বলেন, ‘বাংলাদেশ সেনাবাহিনীর ইতিহাসে কোনও ইঞ্জিনিয়ারিং ইউনিট রেজিমেন্টাল কালার অর্জন করলো, যা ৯ ইঞ্জিনিয়ারিং ব্যাটালিয়ন গৌরবময় ইতিহাস রচনা করলো।’

বাংলাদেশ সেনাবাহিনীর উন্নয়নে বর্তমান সরকারের 'ফোর্সেস গোল টুয়েন্টি থার্টি'র কথা উল্লেখ করে সেনাপ্রধান বলেন, ‘সেনাবাহিনী এখন যেকোনও পরিস্থিতি মোকাবিলা করতে সক্ষম।’

অনুষ্ঠানে ৬৬ পদাতিক ডিভিশন এবং এরিয়া কমান্ডার রংপুর এরিয়া উচ্চপদস্থ সামরিক ও অসামরিক কর্মকর্তারা, রেজিমেন্টাল কালার ইউনিটগুলোর অবসরপ্রাপ্ত ও চাকরিরত সাবেক অধিনায়করা উপস্থিত ছিলেন।

Place your advertisement here
Place your advertisement here