• সোমবার ০৫ জুন ২০২৩ ||

  • জ্যৈষ্ঠ ২২ ১৪৩০

  • || ১৫ জ্বিলকদ ১৪৪৪

Find us in facebook
সর্বশেষ:
রেল দুর্ঘটনা রোধে সবাইকে সতর্ক থাকতে হবে: প্রধানমন্ত্রী মাদকের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না: র‍্যাব ডিজি দা‌য়িত্ব পালনে ত্রিপলিতে বাংলাদেশের নব‌নিযুক্ত রাষ্ট্রদূত সরকারের পদক্ষেপের ফলে দেশে চায়ের উৎপাদন বৃদ্ধি পাচ্ছে বাজেটে সামাজিক নিরাপত্তা বাড়াচ্ছি: পরিকল্পনামন্ত্রী

আয়ের বৈষম্য না বাড়ুক- এটাই আমরা চাই: পরিকল্পনা প্রতিমন্ত্রী

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৪ মে ২০২২  

Find us in facebook

Find us in facebook

পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম বলেছেনে, দেশে আয়-উন্নতি বাড়ছে। আয়ের বৈষম্য না বাড়ুক- এটাই আমরা চাই। জনশুমারি জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। অপপ্রচার হতে পারে- সেটি মোকাবিলার দায়িত্ব নাগরিক হিসেবে সবার।

তিনি বলেন, দায়িত্বপ্রাপ্তরা তো করবেনই, তবে যারা সাংবাদিক আছেন, শিক্ষক আছেন, ইমাম আছেন- তাদেরও দায়িত্ব পালন করতে হবে।

বৃহস্পতিবার বিকেলে মুন্সীগঞ্জ সার্কিট হাউজে প্রথম ডিজিটাল জনশুমারি ও গৃহগণনা বিষয়ক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কর্মশালায় অন্যদের মধ্যে বক্তব্য দেন পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব ড. শাহনাজ আরেফিন, পরিসংখ্যান ব্যুরোর মহাপরিচালক মোহাম্মদ তাজুল ইসলাম, মুন্সীগঞ্জ পৌরসভার মেয়র হাজী মো. ফয়সাল বিপ্লব প্রমুখ।

এছাড়া কর্মশালায় সরকারি বিভিন্ন দফতরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সাংবাদিক নেতারা উপস্থিত ছিলেন।

জনশুমারি ও গৃহগণনা কাজে সবাইকে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, ২০২১ সালের জনসংখ্যা থেকে ২০৩১ সালে কি হবে তার আভাস পাওয়া যাবে। ২০৩১ সাল আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বছর। আমরা এখন নিম্ন মধ্যম আয়ের দেশে আছি। আমাদের পরিকল্পনা অনুযায়ী ২০৩১ সালে আমরা উচ্চ মধ্যম আয়ের দেশ হবো। আর ২০৪১ সালে উন্নত দেশ হবো। সেজন্য দেশের মোট জনসংখ্যা কত তা জানা দরকার। কোন বয়সের কত জনসংখ্যা আছে তা জানা দরকার। বৃদ্ধদের সংখ্যা জানা দরকার। কাজেই জনশুমারি অত্যন্ত গুরুত্বপূর্ণ। একাজে সবাইকে ভূমিকা রাখতে হবে।

Place your advertisement here
Place your advertisement here