• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

Find us in facebook
সর্বশেষ:
ইসরায়েলের হামলার পর প্রধান দুটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু। ইসরায়েল পাল্টা হামলা চালিয়েছে ইরানে।

করোনায় বিনামূল্যে টেলিমেডিসিন সেবা প্রদানকারী চিকিৎসকদের সন্মাননা

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৭ নভেম্বর ২০২১  

Find us in facebook

Find us in facebook

করোনার সময় বিনামূল্যে টেলিমেডিসিন সেবা প্রদানকারী চিকিৎসকদের সন্মাননা দিয়েছে ট্রিটমেন্ট কমিউনিটি। গতকাল শুক্রবার ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স এর 'সোস্যাল গার্ডেন' হলে চিকিৎসকদের হাতে সন্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়। 'ট্রিটমেন্ট কমিউনিটি' ফেসবুক গ্রুপের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এ আয়োজন করে তারা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মেডিক্যাল কলেজের নিওনেটাল সার্জারি বিভাগের প্রধান অধ্যাপক ডা. আব্দুল হানিফ টাবলু। কমিউনিটির প্রতিষ্ঠাতা মনিরুল ইসলাম মিলনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ডা. মো. হাবিবুল্লাহ তালুকদার বিভাগীয় প্রধান এবং জনাব এস এম মাহমুদুল হক পল্লব।

ডা. আব্দুল হানিফ টাবলু বলেন, 'ভালো কাজের স্বীকৃতি কাজের আগ্রহ বৃদ্ধি করে। করোনার দূর্যোগে বিনামূল্যে টেলিমেডিসিন সেবা প্রদানকারী চিকিৎসকদের সন্মান প্রদান করায় ট্রিটমেন্ট কমিউনিটির আয়োজকদের ধন্যবাদ।'

অনুষ্ঠানে ট্রিটমেন্ট কমিউনিটি ফেসবুক গ্রুপের পাশাপাশি সংগঠন হসেবে আত্নপ্রকাশ করে। এ বিষয়ে মনিরুল ইসলাম মিলনকে আহ্বায়ক করে ৯ সদস্যের একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়।

২০১৬ সালে রোগীদের কল্যাণে ট্রিটমেন্ট কমিউনিটি নামক ফেসবুক গ্রুপ গঠিত হয়। ট্রিটমেন্ট কমিউনিটি বিগত দিনে রোগীদের দেশে বিদেশে চিকিৎসা সংক্রান্ত পরামর্শ প্রদান, রক্তদান, পারষ্পরিক সহায়তা, রোগীদের আর্থিক সহায়তা, করোনার সময় খাদ্য সহায়তা বিতরণ ইত্যাদি কার্যক্রম পরিচালনা করে। 

Place your advertisement here
Place your advertisement here