• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

Find us in facebook

রাঙামাটিতে একে-৪৭ রাইফেলসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৭ নভেম্বর ২০২১  

Find us in facebook

Find us in facebook

রাঙামাটি সদর উপজেলার বন্দুকভাঙা ইউনিয়নে যৌথ বাহিনী বিশেষ অভিযান চালিয়ে একে–৪৭ রাইফেলসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করেছে। শুক্রবার (২৬ নভেম্বর) ভোরে নানিয়ারচর জোনের উদ্যোগে যৌথ বাহিনী এসব উদ্ধার করে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দেওয়া সংবাদ বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, শুক্রবার ভোররাত চারটার দিকে সদর উপজেলার বন্দুকভাঙা ইউনিয়নের বামে ত্রিপুরাপাড়ায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে সস্ত্রাসীরা পালিয়ে যায়।

পরে সেখানে তল্লাশি চালিয়ে একটি একে–৪৭ রাইফেল, একটি ম্যাগাজিন, ১৮টি গুলি, ২টি গুলিসহ একটি চায়নিজ পিস্তল, ২টি গুলিসহ দেশীয় এলজি, ২ লাখ ৪৯ হাজার টাকা, একটি ওয়াকিটকি ও তিন সেট পোশাক উদ্ধার করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নানিয়ারচর জোন এ অভিযান পরিচালনা করে। নানিয়ারচর জোন পার্বত্য চট্টগ্রামের আঞ্চলিক দলগুলোর সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখবে।

Place your advertisement here
Place your advertisement here