• রোববার ২৮ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৫ ১৪৩১

  • || ১৮ শাওয়াল ১৪৪৫

Find us in facebook

ভৈরবে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা, হাসপাতালে স্বজনদের আহাজারি

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৩ অক্টোবর ২০২৩  

Find us in facebook

Find us in facebook

কিশোরগঞ্জের ভৈরবে যাত্রীবাহী এগারোসিন্ধুর এক্সপ্রসের সঙ্গে মালবাহী ট্রেনের সংঘর্ষে এখন পর্যন্ত ১৬ জন নিহতের খবর পাওয়া গেছে। গুরুতর আহতদের নেয়া হচ্ছে স্থানীয় হাসপাতালে। এ সময় হাসপাতালে স্বজনদের আহাজারি করতে দেখা গেছে। আশঙ্কা করা হচ্ছে, প্রাণহানি আরো বাড়তে পারে।

সোমবার (২৩ অক্টোবর) বিকেল ৪টার দিকে ভৈরব রেলওয়ে জংশনের আউটার পয়েন্টে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার পর ঢাকার সঙ্গে চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ, নোয়াখালীর রেল যোগাযোগ ব্ন্ধ রয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দুর্ঘটনায় দুমড়ে-মুচড়ে গেছে যাত্রীবাহী ট্রেনের কয়েকটি বগি। চাপা পড়ে আছে অনেকেই। ক্ষতিগ্রস্ত কোচগুলোতে অনেকেই আহত অবস্থায় পড়ে আছেন। তাদের উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিস, র‌্যব, বিজিবি ও রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সদস্যরা।

প্রত্যক্ষদর্শীরা জানায়, মালবাহী ট্রেনটি ঢাকা থেকে চট্টগ্রামের দিকে যাচ্ছিল আর যাত্রীবাহী ট্রেনটি যাচ্ছিল ভৈরব থেকে ঢাকায়। ভৈরব রেল স্টেশনের আউটার পয়েন্টে ক্রসিংয়ে যাত্রীবাহী ট্রেনের শেষ দুই বগিতে ধাক্কা দেয় মালবাহী ট্রেনটি। এ সময় যাত্রীবাহী ট্রেনের কয়েকটি বগি উল্টে যায়। 

রেলওয়ে সূত্র জানিয়েছে, ঢাকা থেকে ছেড়ে যাওয়া একটি কন্টেইনারবাহী ট্রেন ভৈরব স্টেশনে প্রবেশ করছিল। তার আগ মুহূর্তে ভৈরব থেকে এগারোসিন্ধুর ট্রেন ঢাকার দিকে রওনা হয়েছিল। জগন্নাথপুর রেল ক্রসিং এলাকায় এগারোসিন্ধুর ট্রেনের শেষের দুই-তিনটি বগিতে কন্টেইনারবাহী ট্রেনের ইঞ্জিন আঘাত করে। এতে যাত্রীবাহী এগারোসিন্ধুর ট্রেনের শেষের দুই-তিনটি বগি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়।

Place your advertisement here
Place your advertisement here