• মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৭ ১৪৩১

  • || ২০ শাওয়াল ১৪৪৫

Find us in facebook

দিনাজপুরে ১১ দরিদ্র ছাত্রীকে উপবৃত্তি দিয়েছে লেডিস ক্লাব

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৪ ডিসেম্বর ২০১৯  

Find us in facebook

Find us in facebook

দিনাজপুরে এইচএসসি পরীক্ষার ফরম পূরণের সহায়তার অংশ হিসেবে ১১ দরিদ্র ছাত্রীকে উপবৃত্তি দিয়েছে লেডিস ক্লাব। 

বুধবার বিকেলে জেলার স্টেশন ক্লাবে ছাত্রীদের হাতে উপবৃত্তি তুলে দেন প্রধান অতিথি ক্লাবের সভানেত্রী ফারহানা সুলতানা। উপবৃত্তি হিসেবে প্রত্যেক ছাত্রীকে চার হাজার টাকা দেয়া হয়। 

এ সময় প্রধান অতিথি বলেন, নারী শিক্ষিত মানে পরিবার শিক্ষিত। নারী শুধু শিক্ষায় নয়, পরিবার ও কর্মক্ষেত্রে এগিয়ে যেতে হবে। মানুষকে সাহায্য করা তৃপ্তির বিষয়। ক্ষুদ্র বা বড় পরিসরে উপবৃত্তি দেয়া বড় কথা নয়, সামনের দিকে এগিয়ে যেতে আমাদের এ ক্ষুদ্র প্রয়াস।  

উপবৃত্তি বিতরণীতে আরো বক্তব্য রাখেন লেডিস ক্লাবের সাধারণ সম্পাদিক রিনা সুলতানা, আরেফিন আক্তার, ডা. রেশমা খাতুন, সালমা ইসলাম, মরিয়ম নেছা, দিনাজপুর সদরের ইউএনও ফিরোজুল ইসলাম প্রমুখ।

Place your advertisement here
Place your advertisement here