• বুধবার ২৪ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১১ ১৪৩১

  • || ১৪ শাওয়াল ১৪৪৫

Find us in facebook
সর্বশেষ:
যুদ্ধের অর্থ জলবায়ু পরিবর্তনে ব্যয় হলে বিশ্ব রক্ষা পেত- প্রধানমন্ত্রী দেশের ইতিহাসে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড মেডিকেল কলেজের ক্লাস অনলাইনে নেয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ‘গণতান্ত্রিক রীতিনীতি না মানলে জনগণই বিএনপিকে প্রতিহত করবে’ লালমনিরহাটে হত্যা মামলায় বিএনপির দুই নেতা কারাগারে

ভারতীয় হাইকমিশনারের নীলফামারীর কালি মন্দির নির্মাণকাজ পরিদর্শন

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২২ সেপ্টেম্বর ২০১৯  

Find us in facebook

Find us in facebook

নীলফামারীতে সনাতন হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় প্রতিষ্ঠান আনন্দময়ী কালী মন্দিরের নির্মাণকাজ পরিদর্শন করেন বাংলাদেশে নিযুক্ত ভারতের  হাইকমিশনার রিভা গাঙ্গুলী দাশ। শনিবার সকাল ৯টায় দিকে পরিদর্শনে আসেন তিনি। ভারতীয় সরকারের অর্থায়নে এক কোটি ৫৮ লাখ টাকা ব্যয়ে ওই মন্দিরের নির্মাণ কাজ চলমান রয়েছে।

তিনি  নীলফামারী পৌঁছালে কালিবাড়ি মন্দির চত্বরে ফুলের শুভেচ্ছা জানান নীলফামারী সদর আসনের সংসদ সদস্য আসাদুজ্জামান নুর, মন্দির কমিটির সদস্য ও ভক্তরা। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক হাফিজুল ইসলাম চৌধুরী, পুলিশ সুপার মুহাঃ আশরাফ হোসেন,মন্দির কমিটির সভাপতি ও জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অক্ষয় কুমার রায়, মন্দির কমিটির সাধারণ সম্পাদক তাপস কুমার সাহা ।

ভারতীয় হাইকমিশনার নির্মাণাধীন কালি মন্দির, নাগ মন্দির ও দুর্গা মন্দির, প্রশাসনিক ভবন এবং অতিথি ভবনের নির্মাণকাজ পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেন। এ সময় তিনি মন্দিরে প্রার্থনায় অংশ নেন।

উল্লেখ যে ২০১৭ সালের ২৩ অক্টোবর ভারতের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ ঢাকা থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ওই উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেছিলেন। 

Place your advertisement here
Place your advertisement here