• বুধবার ০৮ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৫ ১৪৩১

  • || ২৮ শাওয়াল ১৪৪৫

Find us in facebook

হিলি বন্দরে পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম স্বাভাবিক

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৫ এপ্রিল ২০২১  

Find us in facebook

Find us in facebook

লকডাউনেও চালু রয়েছে হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম। অন্যান্য দিনের মতোই চলছে ভারত-বাংলাদেশের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি ও ছাড়করণ কাজ। ফলে বন্দরে পেঁয়াজ, চাল, গম, ভুট্টা, পাথরসহ নিত্য প্রয়োজনীয় পণ্য আমদানি অব্যাহত রয়েছে। বন্দর থেকে পণ্য ট্রাকে বোঝাই করে দেশের অভ্যন্তরে পৌঁছাতেও সরকারের কোনো বাধা-নিষেধ নেই। 

হিলি স্থলবন্দরের বেসরকারি অপারেটর প্রতিষ্ঠান পানামা হিলি পোর্ট কর্তৃপক্ষ জানিয়েছে, লকডাউন চলাকালে বন্দরের কার্যক্রম বন্ধ রাখার কোনো সরকারি নির্দেশনা না আসায় বন্দরের আমদানি-রপ্তানি, পণ্য ট্রাকে ওঠা-নামার কাজ স্বাস্থ্যবিধি মেনে স্বাভাবিক নিয়মেই চলছে। 

হিলি স্থলবন্দরের কাস্টমসের ডিপুটি কমিশনার সাইদুল আলম জানিয়েছেন, স্বাস্থ্যবিধি মেনে বন্দরের আমদানিকৃত পণ্য ছাড়করণ কাজ চালু রয়েছে। দেশে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখতে পণ্য দ্রুত ছাড়করণ করা হচ্ছে।

এদিকে, মান্ত্রিপরিষদ বিভাগের এক নির্দেশনায় জরুরি পরিসেবা হিসেবে দেশের সকল বন্দরগুলোকে লকডাউনের আওতামুক্ত রাখা হয়েছে। ফলে বন্দরের কার্যমক্রম পরিচালনায় কোনো বাধা-নিষেধ নেই। হিলি বন্দরের ব্যবসায়ী রবিউল ইসলাম সুইট জানান, লকডাউনে বন্দরের আমদামি-রপ্তানি কাযক্রম স্বভাবিক থাকলে আমদানি করা পণ্যের বাজার নিয়ন্ত্রণে থাকবে। রমজান মাসে এর কোনো প্রভাব পড়বে না।

Place your advertisement here
Place your advertisement here