• বৃহস্পতিবার ০৯ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৫ ১৪৩১

  • || ২৯ শাওয়াল ১৪৪৫

Find us in facebook

বছরের প্রথম দিনেও দেশের সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড পঞ্চগড়ে

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১ জানুয়ারি ২০২০  

Find us in facebook

Find us in facebook

উত্তরের হিমালয়ের হিমেল বাতাসে পঞ্চগড়ে মৃদু শৈত্যপ্রবাহ অব্যাহত রয়েছে। বুধবার (১ জানুয়ারি) সকাল ৯টায় দেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৯.২ ডিগ্রি সেলসিয়াস।

আকাশ মেঘাচ্ছন্ন ও হিমালয় সংলগ্ন এ জেলায় হিমেল হাওয়ার কারণে ঠান্ডা অব্যাহত রয়েছে। সূর্যের দেখা মিলছে না সারাদিন। বেড়েছে শীতের তীব্রতা। তীব্র এই শৈত্যপ্রবাহের কারণে জন-জীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। দরিদ্র শীতার্ত মানুষেরা শীতের কাপড়ের অভাবে দুর্ভোগে দিন পার করছেন।

আবহাওয়া বিভাগের তথ্য মতে, পঞ্চগড় ও যশোর অঞ্চল সমূহের ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে এবং তা প্রশমিত হতে পারে।

পঞ্চগড়ের তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা রহিদুল ইসলাম বলেন, আজ বুধবার সকাল ৯টায় ৯.২ ডিগ্রি সেলসিয়াস ও সর্বোচ্চ ২৬.৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে। সারা দেশের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে।

Place your advertisement here
Place your advertisement here