• বৃহস্পতিবার ০৯ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৫ ১৪৩১

  • || ২৯ শাওয়াল ১৪৪৫

Find us in facebook

পীরগাছায় করোনাভাইরাস সন্দেহে যুবক হোম কোয়ারেন্টাইনে

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৭ মার্চ ২০২০  

Find us in facebook

Find us in facebook

রংপুরের পীরগাছায় করোনাভাইরাস সন্দেহে এক যুবককে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এ আগে সোমবার সন্ধ্যায় ওই ব্যক্তিকে বাড়ি থেকে উদ্ধার করে পীরগাছা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের আইসোলেসন সেন্টারে ভর্তি করা হয়। 

উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের আবাসিক মেডিকেল অফিসার ডা. সানোয়ার বলেন, সোমবার দুপুরে অসুস্থ ওই ব্যক্তি তীব্র জ্বর অনুভব করলে স্থানীয় এক পল্লী চিকিৎসকের শরণাপন্ন হন। স্থানীয় পল্লী চিকিৎসক কোনো কিছু না বুঝে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে বলে পরিবারের লোকজনকে জানান। 

উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের লোকজন খবর পেয়ে অসুস্থ ব্যক্তিকে বাড়ি থেকে উদ্ধার করে রাতেই উপজেলা আইসোলেশন সেন্টারে ভর্তি করান। তার শরীরে প্রথম দিকে তীব্র জ্বর থাকলেও বুধবার তার শরীরের তাপমাত্রা স্বাভাবিক ছিল। ১৪ দিন হোম কোয়ারেন্টাইনে থাকার পরামর্শ দিয়ে আইসোলেশন সেন্টার থেকে তাকে ছেড়ে দেয়া হয়েছে।

উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু আল-হাজ্জাজ জানান, অসুস্থ ওই ব্যক্তি পীরগাছা উপজেলার সদর ইউপির বাসিন্দা। তিনি বিদেশ ফেরত বা তার কোনো আত্মীয় স্বজন বিদেশ থেকে আসেননি। তাকে নিয়ে গুজব ও আতঙ্কিত না হওয়ার আহবান জানান। 

Place your advertisement here
Place your advertisement here