• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

Find us in facebook

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মহান বিজয় দিবস উদযাপন

দৈনিক রংপুর

প্রকাশিত: ১৬ ডিসেম্বর ২০১৮  

Find us in facebook

Find us in facebook

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে। বিজয় দিবসের প্রথম প্রহরে স্বাধীনতা চত্বরে শহীদ মুক্তিযোদ্ধাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান উপাচার্য প্রফেসর এম রোস্তম আলী, উপ-উপাচার্য প্রফেসর ড. আনোয়ারুল ইসলাম ও ট্রোজারার প্রফেসর ড মোঃ আনোয়ার খসরু পারভেজ।

বিজয় দিবস উপলক্ষ্যে সকালে ক্যাম্পাসে বিজয় র্যা লি বের হয়। পরে স্বাধীনতা চত্বরে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন উপাচার্য প্রফেসর ড. এম রোস্তম আলী। এ সময় উপস্থিত ছিলেন শিক্ষক সমিতির সভাপতি আওয়াল কবির জয়, মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ড. মোঃ হাবিবুল্লাহ, বিজ্ঞান অনুষদের ডিন ড. হারুন অর রশিদ, ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি অনুষদের ডিন ড. শেখ রাসেল আল আহম্মেদ, শেখ মুজিবুর রহমান হলের প্রভোষ্ট ড. মুশফিকুর রহমান, অতিরিক্ত রেজিস্ট্রার বিজন কুমার বহ্ম,প্রক্টর ড. প্রীতম কুমার দাস, ছাত্র উদেষ্টা ও বাংলা বিভাগের চেয়ারম্যান মুহাম্মদ আরিফ ওবায়দুল্লাহ, অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি রফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক হারুনর রশিদ ডন, কর্মচারী সমিতির সভাপতি জামসেদ পলাশসহ শিক্ষক ,কর্মকর্তা- কর্মচারী ও শিক্ষার্থীরা।

দুপুরে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে প্রীতি ফুটবল ও শিক্ষার্থীদের মধ্যে ক্রিকেট ম্যাচ হয়। বিকেলে স্বাধীনতা চত্বরে উপ-উপাচার্য প্রফেসর ড. আনোয়ারুল ইসলামের সভাপতিত্বে বিজয় দিবসের আলোচনা সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।

Place your advertisement here
Place your advertisement here