• শনিবার ১১ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৮ ১৪৩১

  • || ০২ জ্বিলকদ ১৪৪৫

Find us in facebook

পাটগ্রামে ভারতীয় শাড়ি ও কসমেটিকসসহ দুইজন গ্রেপ্তার

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর ২০২০  

Find us in facebook

Find us in facebook

লালমনিরহাটের পাটগ্রামে ভারতীয় শাড়ি ও কসমেটিকসসহ দুই চোরাকারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। উপজেলার দহগ্রাম তিনবিঘা করিডোর গেট দিয়ে অবৈধভাবে আসা ভারতীয় শাড়ি ও কসমেটিকসসহ তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- কুচলবাড়ী ইউনিয়নের ২নং ওয়ার্ডের পানবাড়ি কুজারবাজার এলাকার আব্দুল গণির ছেলে ছমির উদ্দিন (৩৮), দহগ্রাম ইউনিয়নের ৭নং ওয়ার্ডের বালারডাঙ্গা গ্রামের আব্দুল কাদেরের ছেলে আব্দুল মালেক (৫০)। এছাড়াও অপর এক আসামি দহগ্রাম ইউনিয়নের ৭নং ওয়ার্ডের গুচ্ছগ্রাম এলাকার বাসিন্দা সাইদী (৪৫) কৌশলে পালিয়ে যায়।

এ সময় ছমির উদ্দিনের বাড়ি থেকে তিনটি চটের বস্তায় ১০০ পিস ভারতীয় জড়জেট শাড়ি, বিভিন্ন প্রকার কসমেটিকস্ ও ১টি ব্যাটারিচালিত অটোভ্যানসহ তাদেরকে আটক করে পুলিশ। আটককৃত মালামালের মূল্য ৪ লাখ ৯২ হাজার ২৮০ টাকা।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন খবরের ভিত্তিতে সোমবার দিবাগত রাত ১টার দিকে পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার মহন্তের নেতৃত্বে থানার উপ-পরিদর্শক (এসআই) মিন্টু চন্দ্র রায়সহ সঙ্গীয় ফোর্স পাটগ্রাম উপজেলার কুচলিবাড়ী ইউনিয়নের ২নং ওয়ার্ডের  পানবাড়ি কুজার বাজার এলাকার ছমির উদ্দিনের বাড়িতে অভিযান চালায়।

এ বিষয়ে পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার মহন্ত বলেন, চোরাচালান মামলায় আটককৃত দুই আসামিকে লালমনিরহাট আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। অপর আসামিকে গ্রেপ্তার করতে অভিযান অব্যাহত রয়েছে।

Place your advertisement here
Place your advertisement here