• শনিবার ১১ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৮ ১৪৩১

  • || ০২ জ্বিলকদ ১৪৪৫

Find us in facebook

নৌকায় ভোট দিলে উন্নয়ন দেবোঃ শেখ হাসিনা

দৈনিক রংপুর

প্রকাশিত: ২৩ ডিসেম্বর ২০১৮  

Find us in facebook

Find us in facebook

আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা জনগণকে নৌকা মার্কায় ভোট দেয়ার আহ্বান জানিয়ে বলেছেন, আপনারা নৌকায় ভোট দিন, আমি উন্নয়ন ও সমৃদ্ধ জীবন এনে দেবো। ক্ষুধামুক্ত দারিদ্র্যমুক্ত সোনার বাংলা গড়ে তুলবো।

রোববার বিকেলে রংপুরের পীরগঞ্জ সরকারি বিদ্যালয় মাঠে আওয়ামী লীগ আয়োজিত বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এসময় শেখ হাসিনা বলেন, পীরগঞ্জ আমার নিজের এলাকা। এখান থেকে আমি দুই বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছি। কিন্তু আপনারা জানেন, একজন দুটো আসনে এমপি থাকতে পারেন না। সে কারণে একটি আসন আমাকে ছেড়ে দিতে হয়। আমি আমার জন্মস্থান টুঙ্গিপাড়ার আসনটি সব সময় রেখে দেই কারণ সেখানে আমার বাবা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কবর রয়েছে। সে কারণে ওই আসনটি আমি রাখি।

তিনি আরো বলেন, রংপুর ছিল মঙ্গাপীড়িত অঞ্চল। গত ১০ বছরে মঙ্গাকে বিদায় করে দেয়া হয়েছে। এসব এলাকায় আর কোনও দিন দুর্ভিক্ষ হবে না, মঙ্গা হবে না। পীরগঞ্জ অনেক অবহেলিত ছিল। আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর এখানে অনেক উন্নয়ন হয়েছে। আমি আমার মেয়ে শিরীন শারমিনকে গতবার এ আসনটি ছেড়ে দিয়েছিলাম। সে গত ৫ বছর এলাকায় আমার পক্ষে অনেক উন্নয়ন করেছে। অনেক কষ্ট করেছে। সে কারণে আমার মেয়ে শিরীন শারমিনকে আপনাদের হাতে তুলে দিলাম। আমাকে ভোট দেওয়া মানে শিরীনকে ভোট দেওয়া।

শেখ হাসিনা বলেন, ব্যালট পেপারে শিরীনের নাম থাকবে কিন্তু আপনারা জানবেন ভোটটা আমাকেই দিচ্ছেন। উন্নয়ন যা করতে হয় আমি করবো। আমি সময় দিতে পারি না, আমাকে সারাদেশের তিনশ আসনের দিকে খেয়াল রাখতে হয়। দেশ-বিদেশের বিভিন্ন কাজে ব্যস্ত থাকতে হয়। সে কারণে আমি আপনাদের কাছে আবারো শিরীনকে তুলে দিলাম। আপনারা তাকে নৌকা মার্কায় ভোট দিয়ে জয়ী করবেন।

প্রধানমন্ত্রী বলেন, আপনাদের সন্তান জয় ডিজিটাল বাংলাদেশ করার স্বপ্ন দেখিয়েছে, তার জন্য এটা সম্ভব হয়েছে। এছাড়া জয় ও পুতুল সব সময় আপনাদের পাশেই আছে। ফলে পীরগঞ্জের উন্নয়নের চিন্তা আমার। গত ১০ বছরে এই এলাকার উন্নয়নের জন্য কী কী করেছি তা বলতে চাই না। আমি জানি পীরগঞ্জের সমস্যা। পীরগঞ্জে শতভাগ বিদ্যুৎ সরবরাহ করা হয়েছে। ব্রিজ রাস্তাঘাটসহ অবকাঠামো করা হয়েছে। ২০২১ সালের মধ্যে সারাদেশকে শতভাগ বিদ্যুতের আওতায় এনে আলোয় আলোকিত করা হবে। আমি আপনাদের পুত্রবধূ হিসেবে, প্রধানমন্ত্রী হিসেবে কাজ করেছি। আবারো আওয়ামী লীগ ক্ষমতায় এলে শিরীন শারমিন স্পিকার হবে। সেজন্য নৌকা মার্কার প্রার্থীদের জয়ী করার আহ্বান জানান তিনি।

শেখ হাসিনা বলেন, সারাদেশে নৌকা মার্কার পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। নৌকার পালে যে হাওয়া লেগেছে আশা করি দেশের মানুষ আবারো নৌকা মার্কায় ভোট দিয়ে আমাদের দেশ সেবা করার সুযোগ দেবেন।

তিনি বিএনপি-জামায়াত জোটের সমালোচনা করে বলেন, এরা যুদ্ধাপরাধী, আগুন সন্ত্রাসী। মহান স্বাধীনতা যুদ্ধে এদের অনেকেই মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে। এরপর এরাই আন্দোলনের নামে বাসে আগুন দিয়ে মানুষ পুড়িয়ে মেরেছে। এরা রংপুরের মিঠাপুকুরসহ সুন্দরগঞ্জ ও গোবিন্দগঞ্জে মহাসড়কের গাছ কেটে সাবাড় করেছে। মানুষকে পুড়িয়ে মেরেছে। এদের সম্পর্কে আপনারা সাবধান থাকবেন।

তিনি বলেন, খালেদা জিয়া এতিমদের টাকা চুরি করে জেলে গেছে। তার ছেলে তারেক একুশে আগস্ট গ্রেনেড মেরে আইভী রহমানসহ ২৫ জনকে হত্যা করেছে। শত শত মানুষকে পঙ্গু করেছে। দুর্নীতি করেছে। এরা সাজাপ্রাপ্ত, এরা দেশের কী উন্নতি করবে? তিনি জনগণকে খালেদা জিয়া আর তার সন্তান তারেক সম্পর্কে সাবধান থাকার আহ্বান জানিয়ে বলেন, ধানের শীষ মানে লুটপাট, দুর্নীতি আর মানুষ খুন করা।

এ সময় শেখ হাসিনা রংপুর-৪ আসনের প্রার্থী টিপু মুন্সী ও রংপুর-৫ আসনের প্রার্থী আশিকুর রহমানকে জনগণের সামনে পরিচয় করিয়ে তাদের পক্ষেও ভোট চান। সভায় পীরগঞ্জ উপজেলা চেয়ারম্যানকে আওয়ামী লীগে আনুষ্ঠানিকভাবে বরণ করে নিয়ে তিনি বলেন, তিনি আওয়ামী লীগে যোগদান করেছেন। এর আগে জাতীয় পার্টি ও বিএনপি করেছেন। এখন ঘরের ছেলে ঘরে ফিরে এসেছে।

পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আমিনুল ইসলামের সভাপতিত্বে জনসভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, পীরগঞ্জ পৌর মেয়র তানজিবুল ইসলাম শামীম, রংপুর-৬ আসনের প্রার্থী স্পিকার শিরীন শারমিন চৌধুরী, আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আব্দুর রহমান, জাহাঙ্গীর কবীর নানক, সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, বি এম মোজাম্মেল হক, বাহাউদিন নাসিম প্রমুখ।

এর আগে দুপুরে রংপুরের তারাগঞ্জ ডিগ্রী কলেজ মাঠে রংপুর-২ (তারাগঞ্জ ওবদরগঞ্জ) আসনের আওয়ামী লীগের প্রার্থী আহসানুল হক চৌধুরী ডিউকের নির্বাচনী জনসভায় বক্তব্য রাখেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

বক্তব্যে শেখ হাসিনা বলেছেন, নৌকা ক্ষমতায় এলে মানুষের ভাগ্য পরিবর্তন হয়। বিনা পয়সায় বই দিচ্ছি, মায়েদের হাতে মোবাইল ফোনের মাধ্যমে উপবৃত্তির টাকা পৌঁছে দিচ্ছি। রাস্তা, ঘাট, ব্রিজ কালভার্ট সবকিছু করা হয়েছে। রংপুরে একসময় দুর্ভিক্ষ ছিল। আওয়ামী লীগ ক্ষমতায়েএসে রংপুর অঞ্চল থেকে মঙ্গা তাড়িয়েছি। এখন রংপুরের মানুষের আয় উন্নতি বেড়েছে। আপনারা নৌকায় ভোট দেয়ার কারণে এটা করা সম্ভব হয়েছে।

Place your advertisement here
Place your advertisement here