• বুধবার ০৮ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৪ ১৪৩১

  • || ২৮ শাওয়াল ১৪৪৫

Find us in facebook

নীলফামারীর কিশোরগঞ্জে আগুনে ছাই হলো ৩০টি দোকান

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৬ এপ্রিল ২০২১  

Find us in facebook

Find us in facebook

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার বড়ভিটা বাজারে অগ্নিকাণ্ডে ৩০টি দোকান পুড়ে ছাই হয়েছে। আজ মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। 

ক্ষতিগ্রস্তরা জানান, আজ মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে বাজারে অগ্নিকাণ্ডে ওষুধ, কাপড়, মুদি, ইলেক্ট্রনিক্সসহ ছোটবড় ৩০টি দোকান ঘরসহ রক্ষিত মালামাল পুড়ে ছাই হয়। লকডাউন ও দিনের শুরুতে ঘটনাটির সময় বাজারের সকল দোকান বন্ধ এবং লোকজনের উপস্থিতি ছিল না। এ কারণে আগুনের উৎস সম্পর্কে কেউ নিশ্চিত করতে পারেননি। তবে অগ্নিকাণ্ডের ধরন দেখে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে ওই অগ্নিকাণ্ড ঘটেছে। খবর পেয়ে নীলফামারী, কিশোরগঞ্জ ও জলঢাকা দমকলবাহিনীর তিনটি ইউনিট এসে চার ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ওই অগ্নিকাণ্ডে দোকানঘর এবং মালামালসহ প্রায় কোটি টাকা ক্ষয়ক্ষতির দাবি করেন তারা।  

নীলফামারী দমকল বাহিনীর উপ সহকারী পরিচালক আমিরুল ইসলাম সরকার অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পাওয়ার সাথে নীলফামারীসহ কিশোরগঞ্জ ও জলঢাকা থেকে তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। ক্ষয়ক্ষতি নিরূপনের কাজ চলছে। প্রাথমিকভাবে ২১ লাখ টাকার ক্ষয়ক্ষতির ধারণা করা হচ্ছে।
 
বেলা ১২টার দিকে কিশোরগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ্ আবুল কালাম বারী পাইলট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রোকসানা বেগম ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্তদের মাঝে শুকনা খাবার বিতরণ করেছেন। এসময় ক্ষয়ক্ষতি নিরূপন করে ক্ষতিগ্রস্তদের প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রদান করেন তারা।

Place your advertisement here
Place your advertisement here