• বৃহস্পতিবার ০৯ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৫ ১৪৩১

  • || ২৯ শাওয়াল ১৪৪৫

Find us in facebook

‘দেশের চাহিদা পূরণে নীলফামারীর বাঁশের জোগান গুরুত্বপূর্ণ’

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৫ ফেব্রুয়ারি ২০২০  

Find us in facebook

Find us in facebook

পরিবেশমন্ত্রী শাহাব উদ্দিন বলেছেন, সারা দেশের চাহিদা পূরণে নীলফামারীর বাঁশের জোগান গুরুত্বপূর্ণ। উন্নত জাতের বাঁশ উদ্ভাবন করে এ এলাকায় চাষ ও আসবাবপত্রের ব্যবহার আরো বাড়বে। শনিবার দুপুরে নীলফামারীর ডোমারে প্রথম আঞ্চলিক বাঁশ গবেষণা ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধনের সময় তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, উত্তরাঞ্চল বা দক্ষিণাঞ্চল বলে কোনো কথা নেই, দেশের সর্বত্র উন্নয়ন চলছে। যে এলাকায় যা উন্নয়ন করলে সমগ্র দেশের মানুষের কল্যাণ হবে, সেখানে তাই করছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি আরো বলেন, জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব রুখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বাংলাদেশ। দেশের ভূখণ্ডে ২৫ ভাগেরও বেশি জায়গায় গাছ লাগানো হচ্ছে। আশা করি দ্রুত তা হয়ে যাবে।

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব জিয়াউল হাসান এনডিসির সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন নীলফামারী-১ আসনের এমপি আফতাব উদ্দিন সরকার, বন অধিদফতরের প্রধান বন সংরক্ষক শফিউল আলম চৌধুরী, অতিরিক্ত সচিব (পরিবেশ) মাহমুদ হাসান, অতিরিক্ত সচিব (উন্নয়ন) আহমদ শামীম আল রাজী, নীলফামারীর ডিসি হাফিজুর রহমান চৌধুরী, অ্যাডিশনাল এসপি (প্রশাসন) এবিএম আতিকুর রহমান, ডোমার উপজেলা চেয়ারম্যান তোফায়েল আহমেদ, ইউএনও শাহিনা শবনম প্রমুখ।

Place your advertisement here
Place your advertisement here