• বুধবার ০৮ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৫ ১৪৩১

  • || ২৮ শাওয়াল ১৪৪৫

Find us in facebook

ঠাকুরগাঁওয়ে বাল্য বিবাহ প্রতিরোধে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২ ডিসেম্বর ২০১৯  

Find us in facebook

Find us in facebook

বিবাহ, তালাক রেজিস্ট্রেশন ও বাল্যবিবাহ প্রতিরোধে কাজী, পুরোহীত ও ঈমামদের নিয়ে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

রোববার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে একটি বেসরকারি উন্নয়ন সংস্থা মানব কল্যাণ পরিষদের আয়োজনে কর্মশালায় এ সব কথা বলেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক নূর কুতুবুল আলম, উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লা আল মামুন, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক রোখসানা বানু হাবিব, প্রেসক্লাবের সভাপতি মনসুর আলী, এমকেপির সমন্বয়কারি সাদেকুল ইসলাম, প্রকল্প সমন্বয়কারি নাজনীন বেগম স্নিগ্ধা প্রমুখ।

কর্মশালায় উপজেলা ভাইস চেয়ারম্যান মাসহুরা বেগম বলেন বাল্য বিবাহ প্রতিরোধে কাজীদের আরো দায়িত্বশীল হতে হবে। প্রেসক্লাবের সভাপতি মনসুর আলী বলেন বাল্য বিবাহের ক্ষেত্রে এফিডেভিট একটি বড় ধরনের সমস্যা এক্ষেত্রে আইনজীবীদের ভ‚মিকার কথা উল্লেখ করেন।

জেলা প্রশাসক ড. কেএম কামরুজ্জামান সেলিম বলেন বাল্য বিবাহের সাথে কোন কাজীর সম্পৃক্ততা পেলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এক্ষেত্রে কোন প্রকার ছাড় দেয়া হবে না বলে জানান এই কর্মকর্তা।

Place your advertisement here
Place your advertisement here