• বুধবার ০৮ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৫ ১৪৩১

  • || ২৮ শাওয়াল ১৪৪৫

Find us in facebook

করোনা: বীরগঞ্জে মোবাইল কোর্টের জরিমানা আদায়

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৭ মার্চ ২০২০  

Find us in facebook

Find us in facebook

করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক সহ হাট-বাজারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রমিজ আলমের নেতৃতে বৃহস্পতিবার বিকেল থেকে রাত ১০ টা পর্য়ন্ত অভিযান চালিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। করোনা ভাইরাস প্রতিরোধে সরকারি আদেশ অমান্য করায় উপজেলার বিভিন্ন ইউনিয়নে দোকানদার সহ ১০ ব্যক্তিকে মোবাইল কোর্ট এর মাধ্যমে ৪৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে। 

এসময় নিজপাড়া ইউনিয়নের প্রেম বাজার, কল্যাণী হাট, বলরামপুর বাজার, দেবীপুর বাজার। মোহনপুর ইউনিয়নের চৌধুরীহাট, সাহেবগঞ্জ বাজার, ভূল্লিরহাট। শতগ্রাম ইউনিয়নের জামতলীহাট, ঝাড়বাড়ী বাজার। পলাশবাড়ী ইউনিয়নের বাহাদুর বাজার, কালিমেলা, বীরগঞ্জ মোড়, কেডগাঁও, বোর্ড অফিস, মদাতী বাজার, ডাঙ্গার হাট। মরিচা ইউনিয়নের স্বাধীন বটগাছ বাজার, গোলাপগঞ্জ হাট সহ পৌরসভায় এ অভিযান চালানো হয়। 

অভিযানে আনন্দ বসাক কে দুই হাজার, সাইদার রহমানের পাঁচ হাজার, মোফাজ্জলের দুই হাজার, মো. জাহিদের এক হাজার, সুজন ইসলামের দুই হাজার, সুবল রায়ের পাঁচ হাজার, আজহার আলী'র পাঁচ হাজার, হাতেম আলী'র পাঁচ হাজার, তোফাজ্জল হোসেনের ছয় হাজার, আবু তালেব তিন হাজার ও আব্দুল মান্নানকে দশ হাজার টাকা জরিমানা করা হয়।  

Place your advertisement here
Place your advertisement here