• মঙ্গলবার ১০ সেপ্টেম্বর ২০২৪ ||

  • ভাদ্র ২৬ ১৪৩১

  • || ০৫ রবিউল আউয়াল ১৪৪৬

Find us in facebook

বাংলাদেশ-পাকিস্তান টেস্ট নিয়ে সুখবর

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৩ সেপ্টেম্বর ২০২৪  

Find us in facebook

Find us in facebook

দিন কয়েক আগেই প্রথমবারের মতো পাকিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচ জয়ের ইতিহাস গড়েছে বাংলাদেশ। এবার পাকিস্তানকে তাদেরই মাঠে ক্রিকেটের অভিজাত ফরম্যাটে হোয়াইটওয়াশ করার সুযোগ টাইগারদের সামনে। যে জন্য প্রয়োজন মাত্র ১৪৩ রান, হাতে আছে ১০ উইকেট।

আজ ম্যাচটি জিতলেই টেস্টে পাকিস্তানকে হোয়াইটওয়াশের অমূল্য স্বাদ পাবে বাংলাদেশ। তবে এক্ষেত্রে দুশ্চিন্তা হয়ে এসেছিল বৃষ্টি। রাওয়ালপিন্ডিতে চতুর্থ দিনের শেষ ঘণ্টার খেলা আলোকস্বল্পতায় ও বৃষ্টিতে পণ্ড হয়।

এর ফলে স্কোরবোর্ডে বিনা উইকেটে ৪২ রান তুলে দিন শেষ করে সফরকারীরা। আজও (পঞ্চম দিন) ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছিল আবহাওয়া অধিদপ্তর। তবে সকাল থেকেই রাওয়ালপিন্ডিতে বৃষ্টি নেই। ফলে যথাসময়ে ম্যাচ শুরু হবে।

দ্বিতীয় টেস্ট জিততে বাংলাদেশকে ১৮৫ রানের লক্ষ্য দিয়েছে স্বাগতিকরা। বাংলাদেশের দুই ওপেনার জাকির হাসান ও সাদমান ইসলাম দুর্দান্ত শুরু করেছেন। আজ আর ১৪৩ রান করতে পারলেই টেস্ট ক্রিকেটে বাংলাদেশের সাফল্যের মুকুটে নতুন পালক যুক্ত হবে।

কাজটা কঠিন। কিন্তু বাংলাদেশ এখন যে অবস্থানে দাঁড়িয়ে, সেখান থেকে হার চিন্তা করাও বিরাট সম্ভাবনার অপমৃত্যু।

Place your advertisement here
Place your advertisement here