• শনিবার ২৭ জুলাই ২০২৪ ||

  • শ্রাবণ ১২ ১৪৩১

  • || ১৯ মুহররম ১৪৪৬

Find us in facebook
সর্বশেষ:
সর্বোচ্চ আদালতের রায়ই আইন হিসেবে গণ্য হবে: জনপ্রশাসনমন্ত্রী। ২৫ জুলাই পর্যন্ত এইচএসসির সব পরীক্ষা স্থগিত।

ডি মারিয়ার গোলে ইকুয়েডরকে হারাল আর্জেন্টিনা

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১০ জুন ২০২৪  

Find us in facebook

Find us in facebook

আনহেল ডি মারিয়ার একমাত্র গোলে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ইকুয়েডরকে ১-০ গোলে হারিয়েছে মেসির আর্জেন্টিনা। 

মেসিকে ছাড়াই এই ম্যাচে মাঠে নেমেছিল আর্জেন্টিনা। দলকে নেতৃত্ব দিয়েছেন ডি মারিয়া। যুক্তরাষ্ট্রের শিকাগোতে পুরো ম্যাচে আধিপত্য দেখিয়ে খেলেছে আলবিসেলেস্তারা। 

প্রথমার্ধের ৪০তম মিনিটে সি রোমেরোর পাস থেকে গোল করে আর্জেন্টিনাকে এগিয়ে দেন ডি মারিয়া। প্রথমার্ধে আর কোনো গোল না হওয়ায় ১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় দুই দল।

দ্বিতীয়ার্ধেও গোলের জন্য চেষ্টা করেন মার্টিনেজ-আলভারেজরা, তবে গোলের মেলেনি। ম্যাচের ৫৬ মিনিটে মারিয়াকে উঠিয়ে নামানো হয় মেসিকে। ম্যাচের আগেই আর্জেন্টাইন কোচ স্ক্যালোনি বলেছিলেন যে, মেসি ফিট আছেন এবং ইকুয়েডরের বিপক্ষে ম্যাচ খেলবেন। তবে মেসি পুরো ম্যাচ যে খেলবেন না, সেটাও বলেছিলেন তিনি।

পুরো ম্যাচে ৬৫ শতাংশ বল ছিল আর্জেন্টিনার দখলে। প্রতিপক্ষের গোল বারে ৯টি শট নিয়েছে তারা। অন টার্গেট শট ছিল ৪টি। যার মধ্যে ৩টি সেভ করেন ইকুয়েডর গোলরক্ষক। 

আগামী ১৫ জুন দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে গুয়েতেমালার বিপক্ষে খেলবে আর্জেন্টিনা। এরপরই শুরু হবে কোপার মহারণ। বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা উদ্বোধনী দিনেই মাঠে নামবে কানাডার বিপক্ষে । 

Place your advertisement here
Place your advertisement here