• বৃহস্পতিবার ০৯ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৬ ১৪৩১

  • || ২৯ শাওয়াল ১৪৪৫

Find us in facebook

মুস্তাফিজদের চেন্নাইকে টপকে নতুন রেকর্ড মুম্বাইয়ের

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৩ এপ্রিল ২০২৪  

Find us in facebook

Find us in facebook

চলমান আইপিএলের শুরুটা মোটেও ভালো হয়নি মুম্বাই ইন্ডিয়ান্সের। টানা তিন ম্যাচ হেরে টুর্নামেন্ট শুরু করে তারকায় ঠাঁসা দলটি। তবে শুরুটা খারাপ হলেও ধীরে ধীরে ঘুরে দাঁড়ায় দলটি। 

প্রথম তিন ম্যাচে হারের পর টানা দুই ম্যাচে জিতেছে মুম্বাই। নিজেদের সর্বশেষ ম্যাচে রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর বিপক্ষে তো রীতিমতো দাপট দেখিয়েছে দলটি। এই জয়ে নতুন রেকর্ড গড়েছেন হার্দিক-রোহিতরা।     
 
ওয়াংখেড়েতে আসরে নিজেদের চতুর্থ ম্যাচে দিল্লি ক্যাপিটালসকে হারায় মুম্বাই। এই ম্যাচ জিতে ঘরের মাঠে সবচেয়ে বেশি ম্যাচ জয়ের রেকর্ড গড়ে মুম্বাইয়ের ফ্র্যাঞ্চাইজিটি। এর মধ্য দিয়ে মুস্তাফিজুর রহমানের চেন্নাই সুপার কিংসকে টপকে এই রেকর্ড গড়েছে হার্দিক পান্ডিয়ার দল।
 
ঘরের মাঠে এখন পর্যন্ত ৬৭ ম্যাচ খেলে ৪৮টি জিতেছে চেন্নাই। দিল্লিকে হারিয়ে চেন্নাইয়ের এই রেকর্ড ভেঙে দেয় মুম্বাই। পরের ম্যাচে ব্যাঙ্গালুরুকে হারিয়ে ঘরের মাঠে ৫০ জয়ের মাইলফলক গড়ে হার্দিকের দল। ওয়াংখেড়েতে মোট ৮১ ম্যাচ খেলে এই অনন্য রেকর্ড গড়েছে দলটি। 
 
চেন্নাইয়ের মতো ঘরের মাঠে ৪৮টি করে জয় পেয়েছে আরো দুই দল। কলকাতা নাইট রাইডার্স ইডেন গার্ডেনে এবং চিন্নাস্বামীতে রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু পেয়েছে ৪৮ জয়। তবে তাদের খেলতে হয়েছে অনেক বেশি ম্যাচ। ইডেনে কলকাতা খেলেছে ৮২ ম্যাচ। চিন্নাস্বামীতে ব্যাঙ্গালুরু খেলেছে ৮৭ ম্যাচ।

Place your advertisement here
Place your advertisement here