• শনিবার ১১ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৮ ১৪৩১

  • || ০২ জ্বিলকদ ১৪৪৫

Find us in facebook

ওয়াইড বলে ডিআরএস চান ভেট্টোরি

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৪ মে ২০২২  

Find us in facebook

Find us in facebook

ক্রিকেটে আউটের ক্ষেত্রে ডিসিশন রিভিউ সিস্টেম (ডিআরএস) চালু আছে। তবে এবার ওয়াইড বলে ডিআরএস চান নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক ও বাঁ-হাতি স্পিনার ড্যানিয়েল ভেট্টোরি।

সোমবার রাতে আইপিএলের ম্যাচে মুখোমুখি হয়েছিল রাজস্থান রয়্যালস ও কোলকাতা নাইট রাইডার্স। ঐ ম্যাচে কিছু ওয়াইড নিয়ে বির্তকের সৃষ্টি হয়েছে। কোলকাতা  ইনিংসে একটি অফ-সাইডের বলে ওয়াইড দেন অন-ফিল্ড আম্পায়ার। সেটি পছন্দ হয়নি রাজস্থানের অধিনায়ক সঞ্জু স্যামসনের। এমন আরো দুই-একটি ওয়াইডের সিদ্বান্ত পছন্দ হয়নি স্যামসনের।

ওয়াইড নিয়ে এসব কাণ্ডে খুশি নন ভেট্টোরি। ক্রিকেটের ওয়েবসাইট ইএসপিএনে বিশেষজ্ঞ আলোচনায় ভেট্টোরি বলেন, আমার মনে হয় না, স্যামসনের ঐ রিভিউতে আউটের কোন ভাবনা ছিল। অবশ্যই (ওয়াইডের ক্ষেত্রে ক্রিকেটারদের রিভিউ নিতে দেওয়া উচিত)। এই ধরনের গুরুত্বপূর্ণ মুহূর্তগুলোয় ক্রিকেটারদেরই সিদ্ধান্তের ভার নিতে দেওয়া উচিত।

Place your advertisement here
Place your advertisement here