• বুধবার ২২ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৮ ১৪৩১

  • || ১৩ জ্বিলকদ ১৪৪৫

Find us in facebook

এবার জাতীয় দলে নেইমার-কাভানি যুদ্ধ!

দৈনিক রংপুর

প্রকাশিত: ১৭ নভেম্বর ২০১৮  

Find us in facebook

Find us in facebook

শুক্রবার রাতে উত্তর লন্ডনে আর্সেনালের এমিরেটস স্টেডিয়ামে মুখোমুখি হয় দুই ল্যাটিন পরাশক্তি ব্রাজিল ও উরুগুয়ে। আর এই ম্যাচেই নেইমারের সঙ্গে বাকযুদ্ধে লিপ্ত হন তারই ক্লাব সতীর্থ কাভানি। এর আগেই এই দুই তারকার মধ্যে বাকযুদ্ধ প্রকাশ পেয়েছিল ক্লাব ফুটবলে।

দুই দলের মধ্যেকার প্রীতি ম্যাচে ১-০ গোলের জয় পেয়েছে ব্রাজিল। আর তাতে দারুণ পারফর্ম করেন ব্রাজিলিয়ান পোস্টার বয় নেইমার। তবে ম্যাচের শেষ দিকে দুই দলের খেলোয়াড়দের মধ্যেকার সম্পর্ক রুপ নেয় যুদ্ধে।

ঘটনা মূলত ম্যাচের ৭৬ মিনিটে। নেইমারকে ফাউল করায় পেনাল্টি পায় সেলেসাওরা। আর সুযোগটিকে বেশ ভালোভাবেই কাজে লাগান নেইমার ১-০ গোলের জয় এনে দেন দলকে। কিন্তু উরুগুইয়ানরা রেফারির এই পেনাল্টি সিদ্ধান্ত হজম করতে পারেনি। সঙ্গে সঙ্গেই রেফারির কাছে সিদ্ধান্ত বাতিলের কড়া প্রতিবাদ জানায়। তর্কাতর্কিতে বেশ খানিকটা সময় খেলা বন্ধও থাকে।

ম্যাচের ৮৫ ম্যাচে মিনিটে একইরকম আরো একটি ফাউল করা হয় নেইমারকে। এবার ফাউল করেন স্বয়ং কাভানি। কিন্তু তিনি দাবি করেন নেইমার ইচ্ছাকৃতভাবে ডাইভ দিয়েছে। সেখান থেকে দুই দলের ঝগড়া আরো তিক্ততা ছড়ায়। আর ম্যাচের বাকি সময় জুড়েই এটি বিদ্যমান ছিল।

পিএসজিতে খেলা এই দুই তারকার মধ্যে সম্পর্কের টানাপড়েন এক বছর আগে থেকে। ২০১৭ সালে বার্সেলোনা ছেড়ে নেইমার পিএসজিতে যোগ দেওয়ার পর থেকেই কাভানির সঙ্গে তার দ্বন্দ্বের শুরু। ফ্রি কিক ও পেনাল্টি শট নেওয়া নিয়ে একবার তো মাঠের মধ্যেই যুদ্ধে লিপ্ত হন দুজনে। তাদের সেই ঝগড়া নিয়ে আলোচনা-সমালোচনার জল গড়িয়েছে অনেক। পরে অবশ্য দুজনেই দাবি করেন, তাদের মধ্যে ব্যক্তিগত কোনো সমস্যা নেই। তাদের মধ্যকার সম্পর্কটা ভালো। এবারে এই তিক্ততার সম্পর্ক ক্লাব ফুটবলে কতদূর গড়ায় তাই দেখার বিষয়।

Place your advertisement here
Place your advertisement here