• বুধবার ০৮ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৪ ১৪৩১

  • || ২৮ শাওয়াল ১৪৪৫

Find us in facebook

ভিডিও ডাউনলোডের সুযোগ দিচ্ছে ইনস্টাগ্রাম

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৬ জুন ২০২৩  

Find us in facebook

Find us in facebook

ছোট আকারের ভিডিও তৈরি ও বিনিময়ের সুযোগ থাকায় অল্প সময়ের মধ্যেই বিশ্বজুড়ে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে ইনস্টাগ্রামের রিলস। সর্বোচ্চ ৯০ সেকেন্ডের ভিডিও ধারণ করে পোস্টের সুযোগ থাকায় ইনস্টাগ্রামে রিলস ভিডিওর দর্শকও অনেক বেশি।

জনপ্রিয়তা বাড়াতে নতুন প্রযুক্তি যুক্ত করার পাশাপাশি বিভিন্ন সেবা নিয়মিত হালনাগাদ করছে ছবি ও ভিডিও বিনিময়ের সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রাম। এরই ধারাবাহিকতায় এবার রিলস (স্বল্পদৈর্ঘ্যের ভিডিও) ডাউনলোড (নামানো) করার সুযোগ চালু করেছে ইনস্টাগ্রাম।

নতুন এ সুবিধা কাজে লাগিয়ে অন্য ব্যবহারকারীদের পোস্ট করা রিলস ভিডিও নামিয়ে সংরক্ষণ করা যাবে। ফলে পছন্দের রিলস ভিডিওগুলো বারবার দেখার সুযোগ মিলবে। চাইলে ভিডিওগুলো অন্যদের পাঠানোও যাবে। তবে সব রিলস ভিডিও নয়, শুধু পাবলিক অ্যাকাউন্ট থেকে পোস্ট করা রিলস ভিডিওগুলো নামানো যাবে। অর্থাৎ, প্রাইভেট অ্যাকাউন্টের ভিডিও নামানোর সুযোগ মিলবে না।

ইনস্টাগ্রামের প্রধান অ্যাডাম মোসেরি বলেন, প্রাথমিকভাবে যুক্তরাষ্ট্রে বসবাসকারীরা রিলস ভিডিও নামানোর সুযোগ পাবেন। পর্যায়ক্রমে সব দেশে এ সুবিধা চালু করা হবে। পাবলিক অ্যাকাউন্টের রিলস ভিডিও নামানো গেলেও ভিডিও নির্মাতারা চাইলে ডাউনলোড অপশন বন্ধ রাখতে পারবেন।

Place your advertisement here
Place your advertisement here