– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –
  • বৃহস্পতিবার ২৮ সেপ্টেম্বর ২০২৩ ||

  • আশ্বিন ১৩ ১৪৩০

  • || ১২ রবিউল আউয়াল ১৪৪৫

Find us in facebook
সর্বশেষ:
ময়েজউদ্দিনের বর্ণাঢ্য কর্মময় জীবন তরুণ প্রজন্মকে দেশপ্রেমে উৎসাহিত করবে- প্রধানমন্ত্রী দুর্গাপূজায় গুজব ঠেকাতে পুলিশকে সতর্ক থাকার নির্দেশ আইজিপির দুপুরের মধ্যেই ৬০ কিলোমিটার বেগে ঝড়, নদীবন্দরে সতর্কতা পরকীয়ার জেরে স্বামীকে হত্যা, স্ত্রীর যাবজ্জীবন মায়ের হাতের সঙ্গে বাঁধা ছিল ২ ছেলের মরদেহ

সহজেই ‘লক’ করে রাখুন হোয়াটসঅ্যাপের গোপন চ্যাট

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৯ মে ২০২৩  

Find us in facebook

Find us in facebook

হোয়াটসঅ্যাপে নতুন এক ফিচার চালু করা হয়েছে। চ্যাট লক নামে নিরাপত্তা সুবিধার মাধ্যমে সুরক্ষা পাবে এতে থাকা সংবেদনশীল তথ্য। ব্যবহারকারীরা পাসওয়ার্ড ব্যবহার করে চ্যাট লক করার সুবিধা পাবেন। ফলে ব্যবহারকারী ছাড়া অন্য কেউ সেই চ্যাটবক্সে প্রবেশ করতে পারবেন না। এমনকি লক করা চ্যাট আলাদা ফোল্ডারেও সুরক্ষিত করে রাখা যাবে।

যে চ্যাট লক করা থাকবে, সেই চ্যাটের প্রেরকের নাম ও বার্তা দেখা যাবে। পাসওয়ার্ড ছাড়াও আঙুলের ছাপ ও চেহারা শনাক্ত করে চ্যাট লক করা যাবে। চ্যাট লক করা থাকলে সেসব চ্যাটের নোটিফিকেশনও দেখা যাবে না।

চ্যাট লক চালু করবেন যেভাবে-
মোবাইল ফোনে থাকা হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশনটি সর্বশেষ সংস্করণ আছে কি না, তা নিশ্চিত করুন।

হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশনটি খুলে যেগুলো লক করতে চান সেগুলো বাছাই করুন।

যার সঙ্গে আপনার কথোপকথন লুকিয়ে রাখতে চান, তার চ্যাট বা প্রোফাইল ছবিতে ক্লিক করুন। তারপরে সেখানে চ্যাট লক অপশনটি দেখতে পাবেন।

চ্যাট লক অপশন বাছাই করার পর আপনি সেটি অন করতে চাইছেন কি না, তা জানতে চাইবে।

চ্যাট লক অ্যাক্টিভেট করার পরে আপনার ফোনের পাসওয়ার্ড বা বায়োমেট্রিক ব্যবহার করে তা নিশ্চিত করতে হবে।

লক করা চ্যাট নিজে দেখবেন যেভাবে-
হোয়াটসঅ্যাপের হোম পেজে ঢুকতে হবে। হোমপেজে অন্যসব চ্যাট দেখা গেলেও লুকিয়ে রাখা চ্যাট দেখা যাবে না।

লুকিয়ে রাখা চ্যাট খুঁজে পেতে হোমপেজের নিচের দিকে সোয়াইপ করতে হবে। সেখানে হোয়াটসঅ্যাপে লক করা সব চ্যাট দেখা যাবে।

আপনি যে চ্যাটটি দেখতে চান, তার ওপরে চাপ দিন ও ফোনের পাসওয়ার্ড বা বায়োমেট্রিক ব্যবহার করে সেটি আনলক করে নিন।

Place your advertisement here
Place your advertisement here