• সোমবার ০৬ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৩ ১৪৩১

  • || ২৬ শাওয়াল ১৪৪৫

Find us in facebook

ডিজিটাল বাংলাদেশের সুবিধা ভোগ করছে মানুষ- পলক

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৯ নভেম্বর ২০২০  

Find us in facebook

Find us in facebook

আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক  বলেছেন- মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সরকার ৬০০ কোটি টাকা চলনবিল উন্নয়ন প্রকল্প দিয়েছেন। কৃষি ও কৃষকদের উন্নয়নে জননেত্রী শেখ হাসিনা সবসময় পাশে আছে। আমার গ্রাম, আমার শহর প্রকল্পে সিংড়ার গ্রাম গুলো মডেলে পরিনত হবে।

গতকাল সকাল সাড়ে দশটায় অনলাইনে ২০২০-২১ মৌসুমে আমার নির্বাচনী এলাকা নাটোর জেলার সিংড়ায় কৃষি পুনর্বাসন ও প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক ২০ হাজার চাষীদের মাঝে বিনামূল্য বোরা ধান, গম, মসুর, চিনাবাদাম, সরিষাসহ বিভিন্ন বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন- বৈরি অবস্থার মধ্য দিয়ে আমরা কাজ করছি। করোনার বিপর্যয়ে শক্তিশালী অর্থনৈতিক দেশ ও বিপর্যস্ত। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীর দূরদর্শিতায় দেশ এগিয়ে যাচ্ছে। ১১ কোটি মানুষ ইন্টারনেট ব্যবহার করছে। ডিজিটাল বাংলাদেশের সুবিধা ভোগ করছে মানুষ।

তিনি আরো বলেন- জীবনের ঝুঁকি নিয়ে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ এবং জনপ্রতিনিধি, সাংবাদিক, সরকারী কর্মকর্তা কাজ করছে। ডিজিটাল মাধ্যম ব্যবহার করে আমরা প্রযুক্তিতে এগিয়ে যাচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে সারাদেশে বিনামূল্য সার, বীজ সহ অন্যান্য উপকরণ বিতরণ করা হচ্ছে। 

Place your advertisement here
Place your advertisement here