• শনিবার ২৭ জুলাই ২০২৪ ||

  • শ্রাবণ ১২ ১৪৩১

  • || ১৯ মুহররম ১৪৪৬

Find us in facebook
সর্বশেষ:
সর্বোচ্চ আদালতের রায়ই আইন হিসেবে গণ্য হবে: জনপ্রশাসনমন্ত্রী। ২৫ জুলাই পর্যন্ত এইচএসসির সব পরীক্ষা স্থগিত।

আত্তাহিয়াতু: আল্লাহ ও রাসূল (সা.) এর কথোপকথন

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৬ মে ২০২৩  

Find us in facebook

Find us in facebook

আত্তাহিয়াতু এর পেছ‌নে এত সুন্দর এক‌টি গল্প তা জানা ছিল না। আমার বিশ্বাস সবার ভালো লাগ‌বে এবং পড়ার ম‌নো‌যোগ ও বাড়‌বে।

আত্তাহিয়াতু আসলেই অনেক গুরুত্বপূর্ণ একটি দোয়া। এই দোয়াটার পেছনের গল্পটা জানার পর সত্যি আমার হৃদয়টা অনেক কোমল হয়ে গেছে!

আত্তাহিয়াতু আসলে, আল্লাহর সঙ্গে আমাদের মহানবী (সা.) এর কথোপকথনের একটা অংশ। যা আমাদের মহানবী রাসূলুল্লাহ (সা.) এর মিরাজ যাত্রায় মহান আল্লাহর সঙ্গে হয়েছে।

মহানবী (সা.) যখন আল্লাহর সঙ্গে কথোপকথন শুরু করেন তখন আল্লাহকে আসসালামু আলাইকুম বলেননি!

তাহলে কি বলেছিলেন...?

কারণ, আমরা মহান আল্লাহকে বলতে পারব না, আল্লাহ আপনার উপর শান্তি নাজিল হউক! কারণ, আল্লাহ নিজেই একমাত্র পৃথিবীর সকল শান্তির এবং রহমতের উৎপত্তিস্থল!

মহানবী (সা.) আল্লাহকে উদেশ্য করে বলেছিলেন- 
التَّحِيَّاتُ لِلَّهِ وَالصَّلَوَاتُ وَالطَّيِّبَاتُ ، السَّلَامُ عَلَيْكَ أَيُّهَا النَّبِيُّ وَرَحْمَةُ اللَّهِ وَبَرَكَاتُهُ ، السَّلَامُ عَلَيْنَا وَعَلَى عِبَادِ اللَّهِ الصَّالِحِينَ ، أَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَأَشْهَدُ أَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ

> ‘আত্তাহিইয়া-তু লিল্লা-হি ওয়াস সালাওয়া - তু ওয়াত্ ত্বাইয়িবা -তু’।
অর্থ: ‘যাবতীয় সম্মান, যাবতীয় উপাসনা ও যাবতীয় পবিত্র বিষয় আল্লাহর জন্য’।

উত্তরে মহান আল্লাহ বলেন-

> ‘আসসালা-মু’আলায়কা আইয়ুহান্নাবিয়ু ওয়া রাহমাতুল্লা-হি ওয়া-বারাকাতুহু’।
অর্থ: ‘হে নবী, আপনার উপরে শান্তি বর্ষিত হউক এবং আল্লাহর অনুগ্রহ ও সমৃদ্ধি সমূহ নাজিল হউক’।

এতে মহানবী (সা.) বলেন-

> ‘আসসালা-মু-আলায়না ওয়া আলা ইবাদিল্লা-হিসসালেহীন’।
অর্থ: ‘আল্লাহর সমৃদ্ধি শান্তি বর্ষিত হউক আমাদের উপরে ও আল্লাহর সৎকর্মশীল বান্দাগণের উপরে’।

মহান আল্লাহ এবং মহানবী (সা.) এই কথোপকথন শুনে ফেরেস্তারা বলেন-

> ‘আশহাদু আল লা-ইলাহা ইলল্লালাহু ওয়া আশহাদুআন্না মুহাম্মাদান আব্দুহু ওয়া রাসূলুহু’।
অর্থ: ‘আমি সাক্ষ্য দিচ্ছি যে, আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই এবং আমি সাক্ষ্য দিচ্ছি যে, মুহাম্মাদ (সা.) তার বান্দা ও রাসূল’।

সুবহানআল্লাহ!

এখন আমি এবং আপনি আত্তাহিয়াতুর গুরুত্ব এবং পেছনের ইতিহাস জানতে পারলাম, এবার একটু চিন্তা করুন তো, এই লেখাটি যদি আপনার মাধ্যমে অন্যান্য মানুষেরাও জানে তাহলে তারাও এই দোয়ার গুরুত্ব বুজতে পারবে।

Place your advertisement here
Place your advertisement here