• শনিবার ২৭ জুলাই ২০২৪ ||

  • শ্রাবণ ১২ ১৪৩১

  • || ১৯ মুহররম ১৪৪৬

Find us in facebook
সর্বশেষ:
সর্বোচ্চ আদালতের রায়ই আইন হিসেবে গণ্য হবে: জনপ্রশাসনমন্ত্রী। ২৫ জুলাই পর্যন্ত এইচএসসির সব পরীক্ষা স্থগিত।

পীরগঞ্জে সড়ক সংস্কার কাজের উদ্বোধন

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১১ জুন ২০২৪  

Find us in facebook

Find us in facebook

ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ পৌর শহরের পূব চৌরাস্তা থেকে কালিরহাট পর্যন্ত প্রায় ২ কিলোমিটার ভাঙা চোড়া পাকা সড়কের সংস্কার কাজ শুরু হয়েছে। মঙ্গলবার (১১ জুন) সকালে সংস্কার কাজের উদ্বোধন করেন পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা ইকরামুল হক।

এ সময় উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আফতাবউদ্দীন, মো. শাহজাহান ও গোলাম রব্বানী, বীরমুক্তি আক্তারুল ইসলাম, পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদিন বাবুল, প্যানেল মেয়র আনোয়ার হোসেন, পৌর কাউন্সিলর কামরুজ্জামান, আব্দুস সামাদ, রশিদুল ইসলামসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

প্রায় দেড় কোটি টাকায় এই সংস্কার কাজ বাস্তবায়ন করছেন পৌর কর্তৃপক্ষ। দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় শহরের ব্যস্ততম এই সড়কটি চলাচলের প্রায় অনুপযোগী হয়ে পড়ে। সংস্কার কাজ শেষ হলে উপজেলা পরিষদ, সরকারি কলেজ, হাসপাতাল, ভুমি অফিসসহ বিভিন্ন সরকারি, বেসরকারি দপ্তরের সাথে সাধারণ মানুষের যোগাযোগ সহজ হবে।

Place your advertisement here
Place your advertisement here