• শনিবার ২৭ জুলাই ২০২৪ ||

  • শ্রাবণ ১২ ১৪৩১

  • || ১৯ মুহররম ১৪৪৬

Find us in facebook
সর্বশেষ:
আহতদের দেখতে পঙ্গু হাসপাতাল পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২৪ ঘণ্টায় র‍্যাবের অভিযানে গ্রেফতার ২৯০। মেট্রোরেল স্টেশনে হামলা: ছয়জন রিমান্ডে।

কনসালটেন্ট পরিচয়ে রোগী দেখেন মেডিকেল অফিসার

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১১ জুন ২০২৪  

Find us in facebook

Find us in facebook

ঠাকুরগাঁওয়ে কনসালটেন্ট পরিচয়ে রোগীকে সেবার দেওয়ার অভিযোগ উঠেছে রবিউল আলম নামে এক চিকিৎসকের বিরুদ্ধে। তিনি ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মেডিকেল অফিসার হয়ে কনসালটেন্ট পরিচয়ে বিভিন্ন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে রোগীকে সেবা দিয়ে থাকেন।

সোমবার দুপুরে পৌরশহরের বঙ্গবন্ধু সড়কের পাশে বলাকা ডায়াগনস্টিক সেন্টারে গিয়ে দেখা যায় মূল ফটকে বড় করে পিভিসি ব্যানারে প্রচারণা। মেডিকেল অফিসার হিসেবে কর্মরত থাকলেও প্রচার করেন কনসালটেন্ট অর্থোপেডিক্স সার্জারি। এভাবেই প্রায় ছয় মাস ডায়াগনস্টিক সেন্টারে সেবা দিয়ে আসছেন তিনি। 

সেবা নিতে আসা রোগীর স্বজন নাহিদ মুন্সী বলেন, আমরা তো জানি তিনি অর্থোপেডিক্সের কনসালটেন্ট। এটা লিফলেট, ব্যানার ও মাইকিং প্রচারণা করা হয়েছে। আমরা তো আর এত কিছু জানি না। যদি এটি তিনি না লিখতে পারেন তাহলে প্রতারণা করেছেন রোগীরদের সঙ্গে। এটির শাস্তি হওয়া উচিত। 

ঠাকুরগাঁও সিভিল সার্জন কার্যালয়ের আবাসিক মেডিকেল অফিসার ডা. ইফতেখায়রুল সজীব বলেন, মেডিকেল অফিসার হয়ে কনসালটেন্ট লেখা বা প্রচারণার সুযোগ নেই। কেউ এটি করে থাকলে ভুল করেছন এবং এটা বেআইনি। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। 

ডা. রবিউল আলম বলেন, ডায়াগনস্টিক কর্তৃপক্ষ এটি ভুল করেছে। সেগুলো সরিয়ে ফেলা হয়েছে। 

ঠাকুরগাঁওয়ের ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক শেখ সাদী বলেন, এটি ভোক্তাদের সঙ্গে এক ধরনের প্রতারণা। ভোক্তা অধিকার আইনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে৷

Place your advertisement here
Place your advertisement here