• বৃহস্পতিবার ০৯ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৬ ১৪৩১

  • || ২৯ শাওয়াল ১৪৪৫

Find us in facebook

তেঁতুলিয়ায় বনবিটের ইকোট্যুরিজম উন্নয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত   

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৩ এপ্রিল ২০২৪  

Find us in facebook

Find us in facebook

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় বনবিটের ইকো ট্যুরিজম উন্নয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার সকাল ১০ টায় সামাজিক বনবিভাগ দিনাজপুরের অধীন ‘‘বন ইকোসিস্টেম সংরক্ষণ এবং ইকোট্যুরিজম উন্নয়ন প্রকল্পের জন্য সম্ভাব্যতা অধ্যয়ন’’ (Feasibility study for forest Ecosystem conservation and Ecotourism development Project) প্রকল্পের আওতায় তেঁতুলিয়া বনবিট ইকোপার্কের মাঠে এই কর্মশালার আয়োজন করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান কাজী মাহমুদুর রহমান (ডাবলু) এবং প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর অঞ্চল সহকারি বন সংরক্ষক (এসিএফ) মোছা. নূরুন্নাহার। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মধু সুধন বর্মন, সামাজিক বনায়ন নার্সারী ও প্রশিক্ষণ কেন্দ্র, (এসএফএনটিসি) পঞ্চগড়।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার, তামান্না ফেরদৌস, মডেল থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আরমান আলী, ৪নং শালবাহান ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আশরাফুল ইসলাম, দৈনিক করতোয়া তেঁতুলিয়া প্রতিনিধি ও বাংলাদেশ প্রেসক্লাব তেঁতুলিয়া শাখার সাধারণ সম্পাদক এম এ বাসেত প্রমুখ। দিনব্যাপী কর্মশালায় সরকারি কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিক, জনপ্রতিনিধি, উপকারভোগীরা অংশগ্রহণ করেন।

Place your advertisement here
Place your advertisement here