• রোববার ০৫ মে ২০২৪ ||

  • বৈশাখ ২১ ১৪৩১

  • || ২৫ শাওয়াল ১৪৪৫

Find us in facebook

গৃহবধূ ও শিশুকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল কলেজছাত্রের 

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২ এপ্রিল ২০২৪  

Find us in facebook

Find us in facebook

গাইবান্ধায় শিশু সন্তানকে নিয়ে আত্মহত্যা করতে গিয়ে ট্রেনের ধাক্কায় গৃহবধূ ও তাদের বাঁচাতে গিয়ে এক কলেজছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় শিশু পুত্র আহত হয়েছে। সোমবার (১ এপ্রিল) সকাল সাড়ে ৯টায় গাইবান্ধা শহরের আদর্শ কলেজ সংলগ্ন রেল লাইনে এই দুর্ঘটনা ঘটে।

গাইবান্ধা পৌরসভার কাউন্সিলর আব্দুস সামাদ রোকন জানান, পারিবারিক কলহের জেরে পৌর এলাকার মাঝিপাড়ার বাসিন্দা আনোয়ার হোসেনের স্ত্রী রাজিয়া বেগম তার এক বছরের শিশু পুত্র আবির হোসেনকে নিয়ে আত্মহত্যা করতে রেল লাইনে যায়।

গাইবান্ধা রেল স্টেশন থেকে ছেড়ে আসা একটি লোকাল ট্রেন আসতে থাকলে রাজিয়া তার শিশুপুত্রকে কোলে নিয়ে রেল লাইনে দাঁড়িয়ে থাকে। এসময় তাদের দেখতে পেয়ে কলেজছাত্র জুবায়ের তাদের বাঁচাতে চলন্ত ট্রেনের সামনে গিয়ে তাদের ধাক্কা দিয়ে বাঁচানোর চেষ্টা করে। কোলের শিশু পুত্র আবিরকে রক্ষা করতে পারলেও ওই নারী ও জুবায়ের ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হয়।

স্থানীয়রা তাদের উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষনা করেন। নিহত জুবায়ের এসকেএস স্কুল এন্ড কলেজের দ্বাদশ বিজ্ঞান বিভাগের ছাত্র। সে জেলার সাঘাটা উপজেলার ভরতখালী এলাকার জাহিদুল ইসলামের ছেলে।
 

Place your advertisement here
Place your advertisement here